নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

গত কালকে পাঁচ তারিক আমাদের মরার পালা

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯

আমরা পরে আছি অবহেলায় পাচ্ছি অবিচার
পায়ে পড়ে আছি গোলামের জিঞ্জির
কবে কখন ভাঙবে তাদের এ পিঞ্জির
তাই ভেবে কাঁদে এই মন সারাক্ষন ।

কি যাদুু আছে বসার ঐ পিড়িতে
কেও একবার বসলে আর চায় না ছাড়তে ।
আছে তাতে কি এমন আঠা
ভাবতে গায়ে লাগে কাঁটা ।

মরলে দেশের জনগন মরবে
তাতে কিবা আসে কিবা যাবে ।
আমরা কালকে পাঁচ তারিক নামবো মাঠে
কেও পারবে না মোদের ঠেকাতে ।

মরলে মরবে দেশের জনগন
আমি তুলার বালিশ দেবো মাথায়
তবু আমি ছাড়বো না ভাই এই সিট
প্রয়োজনে দেশের জনগণ ঘুমাবে মাথায় দিয়ে ইট।

ভাই এ দেখছি দুই জনেরে নিয়ে বড়ই জ্বলা
মনে হয় কালকে আমাদের মরার পালা ।

ব্রিঃদ্রঃ
সর্ব শেষ কিছু কথা না বলে পারলাম না এদের তিন জনকে নিয়ে । বিএনপি একবার একা একা নির্বাচন দিয়ে ক্ষমতায় ছিলেন এক সপ্তাহের মতো তার পরে সব কূল হারিয়ে ক্ষমতা নিজে নিজেই ছাড়লেন ।

এবার আবার সেই একই ভুল করলেেন মনে হয় আওয়ামীলিগ
তাদের ধন্যবাদ তারা তবু এক বছর থাকতে পেরেছেন ।

আর এরশাদের কথা কি আর বলবো সেও নয় বছর দেশ চালিয়ে শেষে জুটার মালা গলায় নিয়ে নামলেন ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

সাদা মনের মানুষ বলেছেন:
সত্যিই খুব ভয় হচ্ছে......তবে আমরা হলাম নিরব দর্শক, চেয়ে চেয়ে দেকা ছাড়া ওদের বিরুদ্ধে কিইবা আর করতে পারি।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

বাড্ডা ঢাকা বলেছেন: হুম মনে অনেক ভয় ছিল

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

অন্ধ আইন বলেছেন: সত্যিই অনেক ভয় হচ্ছে কালকের জন্য ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

বাড্ডা ঢাকা বলেছেন: সত্যিই বলেছেন অনেক বয় ছিল মনে

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৮

নীল আতঙ্ক বলেছেন: ভয়ংকর লেখা.........
২ অর্থে......
১। খুব সুন্দর করে আমাদের অবস্থান টা তুলে ধরেছেন।
২। সরকার নিয়ে কিছু লেখা এখন...... না থাক আর লিখলাম না পরে না আমিও ভয়ংকর কাজ টা করে ফেলি :P
লেখার জন্য ++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০১

বাড্ডা ঢাকা বলেছেন: হুম ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.