নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সর্ববৃহৎ কিং কোবরা সাপের বসত সুন্দরবন! (ভিডিওসহ)

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

বাংলাদেশের সুন্দরবনে আছে পৃথিবীর সবচাইতে বড় বিষধর সাপ! শঙ্খচূড় (King Cobra) হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ। যা লম্বায় ৫.৬ মিটার (১৮.৫ ফুট) পর্যন্ত হতে পারে। মূলত সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার বণাঞ্চল জুড়েই শঙ্খচূড় দেখা যায়। ইংরেজি নামে কোবরা শব্দটি থাকলেও এটি কিন্তু আসলে কোবরা বা গোখরা নয়। এটি সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি সাপ।এই সাপের আকার পর্যবেক্ষণ এবং ফণার পেছনের অংশ পর্যবেক্ষণের মাধ্যমে গোখরার সাথে এটির পার্থক্য খুব সহজেই নির্ণয় করা সম্ভব। গোখরার তুলনায় শঙ্খচূড় আকৃতিতে যথেষ্ট পরিমাণ বড়। এর ফণার পেছনে প্রচলিত গোখরা বা খড়মপায়া গোখরার মতো চশমা বা গোক্ষুর আকৃতি চিহ্ন থাকে না। শঙ্খচূড় প্রজাতির নাম হচ্ছে Ophiophagus, যার আক্ষরিক অর্থ সাপ খাদক, এবং প্রাথমিকভাবে এটি অন্যান্য সাপ ভক্ষণ করেই তার খাদ্য চাহিদা মেটায়। যে সকল সাপ এটি ভক্ষণ করে তার মধ্যে আছে র‌্যাট সাপ, এবং ছোট আকৃতির অজগর। এছাড়াও অন্যান্য বিষধর সাপও এটি ভক্ষণ করে, যেমন: ক্রেইট, গোখরা, এবং নিজ প্রজাতিভুক্ত অন্যান্য ছোট সাপ। পুরো বিষয় জানতে এখানে দয়া করে একটি ক্লিক করুন

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

জুন বলেছেন: কি কন আম্রাতো ৩০ শে ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত্য সুন্দরবনের খালে খালে ঘুরলাম । কোথায় কিং কোবরা :-&
আপনার পোষ্ট পড়েতো ভয় করছে :-&

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

বাড্ডা ঢাকা বলেছেন: আপু পোষ্টের নিচে একটি লিং দেওয়া আছে ঐ লিংটিতে ডুকলে আসা করি পুড়ো বিষয়টি নজরে আসবে । :) :)

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

খেলাঘর বলেছেন:

এখনো আছে সাপ, নাকি মেরে ফেলেছে সব?

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

বাড্ডা ঢাকা বলেছেন: আছে সযত্নে রাখা হয়েছে । আসা করছি আমরা আগামীতে দেখতে পারবো এই কিং কোবরা । :) :)

৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৫

প্রামানিক বলেছেন: জানা হলো। ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০

বাড্ডা ঢাকা বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: তথ্যমূলক পোস্ট ভাল লাগল :#)

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৭

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০১

এমএম মিন্টু বলেছেন: তথ্যমূলক পোস্ট ভাল

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৩

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০

ভোরের সূর্য বলেছেন: আপনার লেখাটি পড়লাম এবং লিঙ্কটিও পড়লাম কিন্তু শিরোনামের সাথে মূল লেখার মিল খুজে পেলাম না। আপনি লিখেছেন পৃথিবীর সর্ববৃহৎ কিং কোবরা সাপের বসত সুন্দরবন! কিন্তু আপনার লেখা কিংবা আপনার লিঙ্কটিতে কোথাও খুজে পেলাম না যে পৃথিবীর সর্ববৃহৎ কিং কোবরা সুন্দরবনে দেখতে পাওয়া গেছে কিংবা ধরা পড়েছে কিন্তু কোন বিশেষজ্ঞ দল পৃথিবীর সর্ববৃহৎ কিং কোবরা সুন্দরবনে মেপে দেখেছেন, শুধুই একটি কিং কোবরা কত লম্বা হতে পারে সেটাই বলা হয়েছে। তাহলে কিভাবে নিশ্চিত হওয়া গেল যে পৃথিবীর সর্ববৃহৎ কিং কোবরা এই সুন্দরবনেই আছে? যেই ভিডিওটি লিঙ্কটিতে দেখানো হয়েছে সেখানেও কোথাও বলা নেই যে এটি পৃথিবীর সর্ববৃহৎ কিং কোবরা বা এই কিং কোবরাটি সুন্দরবনে পাওয়া গেছে বরং যেই লোকটি খেলা দেখাচ্ছিল সেই লোকটিকে দেখে এবং তার ভাষা শুনে তাকে ভারতের দক্ষিণ অঞ্চলের মনে হয়েছে।

আর আপনি যে শঙ্খচূড় প্রজাতির Ophiophagus এর কথা বলেছেন সেটা সবচেয়ে বড়টা ছিল ১৮.৫ থেকে ১৮.৮ ফুট যেটি ছিল লন্ডন চিড়িয়াখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাওয়া। দেখুন এখানে

এর পর আপনার দেয়া লিঙ্কটির ভিডিওটি খুজতে যেয়ে দেখা গেল যে ভিডিওটি ২০১৩ সালের ভারতের কেরালা থেকে তোলা এবং যিনি খেলা দেখাচ্ছিলেন তার নাম বাবা সুরেশ।

পৃথিবীর বৃহৎ কিং কোবরাগুলো দেখুন
দেখুন

আপনি খুব বেশি হলে এভাবে বলতে পারেন যে পৃথিবীর বড় বড় কিং কোবরাগুলো দক্ষিণ এশিয়াতে পাওয়া যায় কিন্তু স্পেসিফিকভাবে যে সুন্দরবনেই পাওয়া যায় এটা বলা যাবেনা। বরং এভাবে বলা যেতে পারে যে পৃথিবীর সর্ববৃহৎ কিং কোবরা সাপের অন্যতম বাস্থান সুন্দরবন( যদিও এটি কোথাও প্রমাণিত নয়,তথ্য,ছবি,ভিডিও কিছুই নেই)।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৩

বাড্ডা ঢাকা বলেছেন: হুম............ দেখেছি

৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: দেখে গেলাম এবং ভোরের সূর্য যা বলেছেন, তাতে সহমত।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫১

বাড্ডা ঢাকা বলেছেন: হুম................আমিও সহমত।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

হালি্ বলেছেন: কিং কোবরা B:-)

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫০

বাড্ডা ঢাকা বলেছেন: হুম ................... কিং কোবরা B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.