নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

ভরা যৌবন এলো মোর ভবে

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮


আজ আর আমার বলিতে কোন দ্বিধা নেই,,
যারা ছিল শত্রু ভাই তারাই আজ মিত্র,,,
কোন বেধা বেধ নাই ,,,,
তারাই বন্ধু সখি তারাই হলো সই।

বাহ বাহ দেখ না জনতা যারা ছিল বোবা,,,,,,,
আজ তাদের মুখে ফুটেছে কথার খই ।
হে বিপ্লবী জনতা বাংলার মানুষ তোমরা গেলে কই।

ভরা যৌবন এলো মোর ভবে
এলো শক্তির তবে
কত কথা বলিছ মন লোভে
ওপারে অগ্নি পাথর পরিক্ষা তবে

যেতে হবে সেই কবে
সঙ্গি সাথি তোর কেহ নাহি রবে
পারলে মন সত্যের ঘর বাধরে ভবে
রেহাই তুই হয়ত পাবি তবে ।

নয় মিছে দন্দ
থাকবে না তখন কালের ছন্দ
হবে দম বন্ধ
ভাবিছ না তোরা মোরে মন্দ।

বাহাদুরি বাহু বলের শক্তি
পাবি না এসব কিছুতেই মুক্তি
আছে মনে বহু পথ বহু কথা
তখন রবে না এসবের কোন যুক্তি।।

আর দেখাইছ না মন মিছে যুক্তি
সময় থাকতে মহা প্রভুর সাথে করে নে চুক্তি ।
তবেই তুই কুড়িয়ে পাবি পথ
পাবি তুই মুক্তি।।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০

ভূতের কেচ্ছা বলেছেন: অনেক সুন্দর ,তবে শিরোনাম অন্যরকম হলে মনে হয় আরো ভাল হতো....

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাই তয় শিরনাম দিয়া কি করবেন লেখার বিষয় বস্তু হলো মূূল

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

এমএম মিন্টু বলেছেন: বাহ! দারুন কবিতা । চালিয়ে যান

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

বাড্ডা ঢাকা বলেছেন: আপনারেও ধন্যবাদ

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

নিলু বলেছেন: এই জন্যই লোকে বলে , ভাবিয়া করিও কাজ , করিয়া ভাবীয়ও না ,

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০০

বাড্ডা ঢাকা বলেছেন: |-) |-) !:#P !:#P =p~

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫

মাঝিবাড়ি বলেছেন: বসে পড়ুন উতলা হাওয়ায় কোন গাছের ছায়ায়! ভাল লাগবে!!
লিখে যান, ভাল লেগেছে

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

বাড্ডা ঢাকা বলেছেন: |-) :-< !:#P =p~

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৬

জাফরুল মবীন বলেছেন: ভাল লিখেছেন।

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাই মবীন আপনা মূূল্যবান মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.