নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

,,,,কবিতা কাব্য শুনছো এই,,,,

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

এখন পৃথিবী আছে,

তবে আগের পৃথিবী নেই ,,

পৃথিবী বদলে গেছে,,,

নতুন নতুন কত রঙ্গের মানুষ আছে,,,,

শধু তুমি নেই,,

হয়ত বা আমি নেই,,



হাতে হাত রেখে ,,

হয়ত বসি না কেও কারো পাশে,,

তাতে কি আছে আর যায়,,

পৃথিবীতো আছে নতুন দিগন্তে,,

দিনের সূর্য আছে,,

রাতের চাঁদ আছে,,

কিছু কিছু জোনাঁকীরা ,,

এখনো আলো দিয়ে চলছে ,,





দিনে আলো দেয় দিনের রাজপুত্তর সূর্য,,

রাতের আলো মেলে রাতের রাজ কন্যা চাঁদেতে,,

শুনছো এই,,

শুধু তুমি আর আমি নেই,,





যেখানে ছিল মাটির কুঠো,,

সেখানে দালান ঘর,,

অনেক কাছের মানুষ,,

হয়ে যাচ্ছে পর,,

শুনছো এই,,

অনেক ভালো হয়েছে ,,

অচেনা এই পৃথিবীতে তুমি আমি নেই ।।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: মোটামুটি লেগেছে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

বাড্ডা ঢাকা বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যেে ধন্যবাাদ ভাইয়া

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

তুষার কাব্য বলেছেন: সহজ,সরল কথামালা ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

বাড্ডা ঢাকা বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যেে ধন্যবাাদ ভাইয়া

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: পৃথিবীতে এখন প্রেম আছে ,,
ছেলে মেয়েরা অবাধে প্রেম করছে,,
ছেলে মেয়েরা পড়ছে প্রেম নামের ফাঁদে,,
তাই ভেবে নয়ন দুটি অনেক মিনুটিতে কাঁদে,,
শুনছো এই,,
অনেক ভালো হয়েছে ,,
অচেনা এই পৃথিবীতে তুমি আমি নেই ,


এই অংশটুকু সামঞ্জস্যতা হারিয়েছে বোধ হয় । বাকী টুকু ভাল হয়েছে । :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

বাড্ডা ঢাকা বলেছেন: কবির কাছে ভালো লেগেছে শুনে খুশি হোলাম । ঐ অংশ টুক কেটে দিলাম।
কবিতা পাঠে ও মন্তব্যেে ধন্যবাাদ ভাইয়া :) :)

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৮

ভূতের কেচ্ছা বলেছেন: যেখানে ছিল মাটির কুঠো,,
সেখানে দালান ঘর,,
অনেক কাছের মানুষ,,
হয়ে যাচ্ছে পর,,
অসাধারণ...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৭

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

ব্লগার মাসুদ বলেছেন: ভালো লাগছে কবিতা পড়ে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৭

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.