নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কেন আমার লেখা নির্বাচিত পাতায় নির্বাচিত হয় না ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

আজ আমি দু চোখে তারে দেখলাম না

কেনই বা দেখলাম না ?

তাও আমার নেই জানা ?

তাই ভেবে নিজেকে নিজের কাছে লাগে বড়ই অসহায় অচেনা ।



আমারো মাঝে মাঝে জাগে চেতনা

কেন আমার লেখা নির্বাচিত পাতায় নির্বাচিত হয় না ।

সে কথাটি জানতে বড়ই সাধ জাগে

তবে কি আমার লেখাগুলো ভালো হয় না ।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

রফিক এরশাদ বলেছেন: আফনের লেকা খুবঅই ভালো অয়,
যদি আফনে হিট খায়া যান এটাই মনে হয় মডারেটরের ভয় :)
নো চিন্তা, চেতনা যেহেতু জেগেছে একবার-
সামনে কি ঘটে সময় হয়েছে দেখবার :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

আমি বন্দি বলেছেন: দূর ভাই এ নিয়ে মন খারাপের কি হলো আজ না হয় কাল একদিন যাবেই ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: স্বাদ আর সাধ-এর পার্থক্য ধরতে শিখেন আগে, তারপর ভালো লেখার চেষ্টা করেন। নির্বাচিত পাতায় লেখা যাওয়াটা সব সময় জরুরি না।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮

বিদগ্ধ বলেছেন: শিরোনাম আকৃষ্ট করার মতো।

আপনার জন্য শুভেচ্ছা রেখে গেলাম।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

ভূতের কেচ্ছা বলেছেন: সামুর মডুদের স্তুতি বাক্য সহ একটি লিখে দেখেন নির্বাচিত পাতায় আসা যায় কিনা..............
তারআগে "স্বাদ আর সাধ-এর পার্থক্য" সংশোধন করা উচিত...

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: নির্বাচিত পাতায় লেখার ঠাঁই পাওয়াটা খুব বেশি প্রয়োজন বোধ করি না। লিখে চলুন মনের আনন্দে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.