নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

একটাই কারন রাজ পথ নষ্ট

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:১২

সবার আছে মত
আবার কারো আছে দ্বিমত ।
সবাই চিনে সততার পথ
আবার চিনে অসতের পথ ।
সবাই ভাই সত
আবার অনেকে ভাই অসত ।
আছে শিক্ষিত
আছে অশিক্ষিত ।
যেখানে আছে ভালো
সেখানেই আছে ভাই মন্দ ।
আছে জীবন
আছে মরন ।
আছে ভালোবাসা
আছে ছেকা ।
আছে আন্ধা
আছে দেখা ।
আছে সুখ
আছে ভাই দুখ ।
আছে ভাই রোগ
আবার আছে তার চিকিৎসা ।
এখন জীবনে আছে যে কষ্ট
অনেক জীবন হচ্ছে নষ্ট ।
সব মিলে দেখা যায় স্পষ্ট
একটাই কারন রাজ পথ নষ্ট ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ২:৪৯

মিন্টুর নগর সংবাদ বলেছেন: ছড়াটি ভালই লাগচ্ছে বেশ মজার একটি ছড়া। :-B

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৬

বাড্ডা ঢাকা বলেছেন: Click This Link

২| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩২

ভূতের কেচ্ছা বলেছেন: সুন্দর ছড়া..

খিচুড়ি
সুকুমার রায়.
হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না)
হয়ে গেল "হাঁসজারু" কেমনে তা জানি না।
বক কহে কচ্ছপে - "বাহবা কি ফুর্তি !
অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি ।"
টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা-
পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা ?
ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি,
চাপিল বিছার ঘাড়ে, ধড়ে মুড়ো সন্ধি !
জিরাফের সাধ নাই মাঠে ঘাটে ঘুরিতে,
ফড়িঙের ঢং ধরি' সেও চায় উড়িতে।
গরু বলে "আমারেও ধরিল কি ও রোগে?
মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে?
হাতিমির দশা দেখ, - তিমি ভাবে জলে যাই,
হাতি বলে, "এই বেলা জঙ্গলে চল ভাই।"
সিংহের শিং নেই, এই তার কষ্ট-
হরিণের সাথে মিলে শিং হল পষ্ট।

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৬

বাড্ডা ঢাকা বলেছেন: সুন্দর ছড়া..

খিচুড়ি
সুকুমার রায়.
হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না)
হয়ে গেল "হাঁসজারু" কেমনে তা জানি না।
বক কহে কচ্ছপে - "বাহবা কি ফুর্তি !
অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি ।"
টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা-
পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা ?
ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি,
চাপিল বিছার ঘাড়ে, ধড়ে মুড়ো সন্ধি !
জিরাফের সাধ নাই মাঠে ঘাটে ঘুরিতে,
ফড়িঙের ঢং ধরি' সেও চায় উড়িতে।
গরু বলে "আমারেও ধরিল কি ও রোগে?
মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে?
হাতিমির দশা দেখ, - তিমি ভাবে জলে যাই,
হাতি বলে, "এই বেলা জঙ্গলে চল ভাই।"
সিংহের শিং নেই, এই তার কষ্ট-
হরিণের সাথে মিলে শিং হল পষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.