নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

তোমাদের ভুলবো না কোন দিন ।

২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০২

আজ স্বধীনতার দিন ।
তোমাদের জন্য পেয়েছি এ দিন ।
তোমাদের ভুলবো না কোন দিন ।
কোন দিন শোধ হবেনা তোমাদের এই রক্তের রিন ।

আজ পর শাসন থেকে মুক্তি নেবার দিন ।
আজ মুক্ত আকাশে পাখনা মেলে উড়ার দিন ।
সাত কোটি বাঙ্গালীর হিসেবের দিন ।
আজ শত্রুর বিরুদ্ধে রুখে দাড়ানোর দিন ।

ঘরে ঘরে উড়ছে পতাকা ।
পথে ঘাটে উড়ছে লাল সবুজের পতাকা ।
সবুজের মাঝে রক্তে মাখা লাল
স্বাধীনতার এ ইতিহাস বাংলার বুকে লেখা থাকবে চিরকাল ।

স্বাধীনতা তুমি আমায় রক্তে ভাসাইলা ।
স্বাধীনতা তুমি আমায় মুক্তির পথ দেখাইলা ।
তুমি আর অনেক শিখিয়েছো স্বাধীনতা ।
শক্তি দিয়েছো মুক্তির পক্ষে বলতে কথা ।

স্বাধীনতা তুমি আমার অহংকার
সাহস দিয়েছো তুমি দেশ থেকে শত্রু বাহিনী দূর করার ।
স্বাধীনতা তুমি সাত কোটি বাঙ্গালীর চেতনা ।
স্বাধীনতা তুমি আমাদের রক্তের আরাধনা ।

আজকের এ দিনে এনে ছিলে স্বাধীনতা ।
দিয়েছো রক্ত পেয়েছো স্বাধীনতা ।
একটি জাতি লক্ষ জনতা
সকলের দাবী একটি স্বাধীনতা ।।

স্বর্ণের চেয়েও খাটি
আমার সোণার বাংলার মাটি ।
ও ভাই আমার দেশের মাটি
তোমাদের কাছে চির ৠনি আমরা পুরো জাতি ।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৫

মামুন ইসলাম বলেছেন: ++++

২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৪৬

বাড্ডা ঢাকা বলেছেন: হুম ধন্যবাদ ভাই ।

২| ২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৬

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । টাইপগুলো ঠিক করে দিয়েন ।

২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৪৮

বাড্ডা ঢাকা বলেছেন: দেখি সময় করে ঠিক করে নেবো । ভাল থাকুন সব সময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.