নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

আজ আর নেই সেই বৈশাখী

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৭

বৈশাখীর গরম হাওয়ার সে মেলায় এখন আর যাওয়া হয় না । যখন ছোট্র ছিলাম । দৌড় দিয়ে সে মেলায় চলেযেতাম । বাড়ির পাশে বটতলার মেলা নামে পরিচত ছিল সে ।
কত কিছুই পাওয়া যেত সেখানে ।আমি অনেক গিয়েছি সে মেলায় ।

এখন আর হয়না যাওয়া ।
এখন তেমন আনন্দ যায়না পাওয়া । যদি আবার হতে পারতাম সেই ছোট্র কি বা কিশোর তাহলে হয়ত খুঁজে পেতাম সে আনন্দ ।

বৈশাখী এলেই কত ধরনের আনন্দ হতো । কত মজা হতো ।
বৈশাখী সকল বন্ধুরা মিলে কচু পিকনিক করতাম ।

বৈশাখীর আনন্দের শেষ ছিল না ।প্রিয়জনের হাত ধরে গ্রামের শরু পথ এলোপাতালি হাঁটা ।
দুটি মন যেন কইতো কত ধাঁধা ।
আজ আর নেই সেই বৈশাখী ।অনেক প্রিয় ছিল যে নামটি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.