নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখ সকলের মাঁঝে বেঁচে থাক

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩০


ওরে সোঁণার ছেলে পুলো তোমরাই দেশের ভবিষৎ
তোমরাই সকল শক্তি তোমরাই আগামীতে চলার পথ ।
যদিও এ কথার থাকছে না কোন গতি
কেননা পথে পথে তোমাদের হাতে হচ্ছে নারী জাতির ক্ষতি ।

আজ যদি হত ও তোর বোন
তাহলে দেখতি তুই দিয়া কোন দৃষ্টি কোণ ।
করেছিছ তোরা যে ভুল
তোদের রক্ত দিয়ে দিতে হবে তার মাছুল ।
বলছেন নব কবি এ কথা
পশু যা করে তোরা করছিছ তা
ভাবতে ঘৃণা লাগে কেমন তোদের বাপ কেমন তোদের মা ।

সেদিন যা হয়েছিল সেখানে
কিছুতেই তা মানে না এ প্রাণে
পহেলা বৈশাখ সকলের মাঁঝে বেঁচে থাক
তোদের মত সয়তান জানোয়ার সব নিপাত যাক ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১২

পরিবেশ বন্ধু বলেছেন: আজ যদি হত ও তোর বোন
তাহলে দেখতি তুই দিয়া কোন দৃষ্টি কোণ ।
করেছিছ তোরা যে ভুল
তোদের রক্ত দিয়ে দিতে হবে তার মাছুল ।

সুন্দর কথা ।
এরা পিচাশ হায়েনা
এদের প্রকৃত ভাবে মানুষ বলা যায়না ।

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:০০

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ বন্ধু ।শুভকামনা রইলো ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: পহেলা বৈশাখ সকলের মাঁঝে বেঁচে থাক
তোদের মত সয়তান জানোয়ার সব নিপাত যাক ।
সহমত ।

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:০১

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ কবি ভালো থাকুন শুভকামনা রইলো ।

৩| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪০

শ্যামল সোম বলেছেন: ভীষণ ভালো লাগল

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:০২

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন শুভকামনা জানবেন ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:১৪

আমি সামুর ভ্ক্তু বলেছেন: ভীষন ভাল লাগা কবিতা ।

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:০৩

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ শুভকামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.