নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

পাঁচ ওয়াক্ত নামাজে দেহ মন সুস্থ রাখে ।

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৩

পবিত্র কোরআনে আল্লাহতাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার অর্থাৎ
নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ খারাপ কাজ থেকে বিরত রাখে (সুরা আনকাবুত,, আয়াতঃ
৪৫)। এ বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন আমি হজরত রাসুলুল্লাহ্ (সাঃ)কে বলতে শুনেছি
তোমরা বলো তো দেখি কারও ঘরের সামনে দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয় এবং সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে
তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকতে পারে? সাহাবিরা (রাঃ) বললেন না ময়লা থাকতে পারে না।
তিনি (সাঃ) বললেন পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক সেরকম। আল্লাহতাআলা এ দ্বারা সব দোষ ত্রুটি মিটিয়ে ফেলেন (সহি বোখারি)।
উপরোক্ত হাদিসে আল্লাহর রাসুল (সা.) আমাদের পাঁচওয়াক্ত নামাজের তাৎপর্য বর্ণনা করে নামাজের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন।
এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রকৃত নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে।

আর আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন প্রকৃত নামাজ আদায় করলে আল্লাহতাআলা আমাদের দোষ ত্রুটি ধুয়েমুছে পরিষ্কার করে দেন।
আল্লাহতাআলা এবং তাঁর রাসুল (সাঃ) এর এত স্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও আমরা অনেকেই নামাজ থেকে গাফেল আবার অনেকে
এমনও আছে যারা নামাজও পড়ে আবার নানান অশ্লীল এবং মন্দ কাজেও লিপ্ত থাকে।
প্রকৃত নামাজ আদায়কারী কখনো মন্দকর্মে লিপ্ত হতে পারে না এটাই আল্লাহপাকের ফয়সালা।
আর আল্লাহপাকের এই মাপকাঠি দিয়ে আমরা আমাদের নামাজ যাচাই করতে পারি আমরা সত্যিকার অর্থে নামাজ আদায় করছি কি না? যেভাবে প্রতিদিন পাঁচবার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকতে পারে না অনুরূপ নিষ্ঠার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীর হৃদয়েও কোনো ধরনের গুনাহর ছাপ থাকতে পারে না।
প্রকৃত নামাজ সম্বন্ধে আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন নামাজ এভাবে আদায় করো যেন তোমরা আল্লাহকে দেখছ ।
আর এরূপ না হলে অন্তত এতটুকু ভাবো যে আল্লাহতাআলা তোমাকে দেখছেন।
আমরা যদি এ ধরনের ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করি তাহলে আমরা প্রকৃত নামাজি হতে পারব।

নতুবা আল্লাহতাআলার সতর্কবাণী রয়েছে অভিসম্পাত ওই সব নামাজির জন্য যারা নামাজ থেকে গাফেল। (সুরা মাউন)।
আমাদের সবার উচিত হবে আমরা যেন আল্লাহপাকের জিকিরে রত হয়ে যাই আর আল্লাহর জিকিরের উত্তম পন্থা হলো নামাজ যা
বিগলিত চিত্তে আল্লাহতাআলার নির্দেশ উপলব্ধি করে আদায় করার মধ্যেই নিহিত। আল্লাহ করুন আমরা যেন সবাই আল্লাহ ও তাঁর
রাসুল (সাঃ) এর নির্দেশের ওপর আমল করে প্রত্যহ পাঁচ ওয়াক্ত নামাজ নিষ্ঠার সঙ্গে আদায় করি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩৯

তৌফিক মাসুদ বলেছেন: সময় উপযোগী লেখা। ধন্যবাদ।

০৬ ই জুলাই, ২০১৫ ভোর ৪:০৮

বাড্ডা ঢাকা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.