নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

দারুন মজার ছবি ব্লগ

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৩

১।
আশা করি বুঝতেই পারছেন আমাদের দেশে খাদ্যের আর অভাব হবে না ।
কারন আজকাল বাড়ির ছাদেও ধান চাষ করা হয় ।

২।
এটি সম্ভবত চায়নায় একটি গোটা শহর ঢেকে রাখা ছাতি ।
৩।
এরাই আগামীতে বিশ্বকাপ ফুটবলের জন্য বাংলাদেশের হয়ে লড়াই করবে ।
অথাৎ এরা বিশ্বকাপ ফুটবল টাইগার

৪।


সবশেষে কিছু ক্যাচাল কারীর ছবি দিলাম । এদের পারলে চিনে রাখুন ।
এদের কাজ হলো অপরাধ দমন করা । অথচ এরা তার বিপরীত কাজ করছে মানে
অপরাধীকে সহযোগিতা করছে ।


ছবিতথ্য ফেসবুক বন্ধুদের কাছ থেকে চুরি করা ।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১১

প্রামানিক বলেছেন: দারুণ ছবি

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৫

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।

২| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৫

মিজভী বাপ্পা বলেছেন: ৩ নং ছবিটার নাম দিতে পারেন নেংটু বাহিনী। এরা না জিতলে মূত্র বির্সজন করে দেয় =p~ পিক গুলা অস্থির হইছে :)

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২০

বাড্ডা ঢাকা বলেছেন: মিজভী বাপ্পা ভাইয়া দারুন মন্তব্যে ধন্যবাদ সহমত ।
আর এদের মূত্রের যে স্প্রীটরে ভাই । একেবারে খাছা জিনিস তাই মনে হয় । B-)

৩| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৭

শায়মা বলেছেন: গোটা শহরকে ছাতি দিয়ে ঢাকতে চায় কেনো!!!!!!!!!!!!

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২১

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপু । চায়নাতো ওরা মনে হয় বৃষ্টি পষন্দ করে না । তাই ওদের এ বুদ্ধি ।

৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: তিন নম্বর ছবিটা দেখেই আসা।। হাসতে যেয়েও থমকে গেলাম,আসলেও তো হতে পারে।।

১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া হোলে কিন্ত মন্দ হবে না ।

৫| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৩

আমি মিন্টু বলেছেন: ব্যপক বিনোদন পেলুম ভাই :)

১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৮

বাড্ডা ঢাকা বলেছেন: আপনাকে বিনোদন দিতে পেরে নিজেরও ভাল লাগল ।

৬| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৫

বুরহানউদ্দীন শামস বলেছেন: ছাদে ধান চাষ ..? কেমনে? ;)

১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০০

বাড্ডা ঢাকা বলেছেন: চেষ্টা করলে সকল অসম্ভবেই সম্ভব করা যায় ।

৭| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছাদে ধান চাষ দেখে খুবই উৎসাহীবোধ করছি।

১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৫

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনি উৎসাহীবোধ করছেন শুনে আমারো ভালো লাগছে । 8-|

৮| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৭

এহ্‌সান তপু বলেছেন: আনন্দিত হয়েছি

৯| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫২

মিন্টুর নগর সংবাদ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ভাই আমার লেখা প্রথম পৃষ্টায় যায় না কেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.