নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

দারুন মজার ছবি ব্লগ ৪

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৮



পৃথিবীর সব থেকে বড় কুরআন শরীফ ।


আল্লা মানুষের চেয়ে মাছইতো অনেক বড় দেখা যাচ্ছে ।

আচ্ছা মনে করেন পরিক্ষার হলে একজনের লেখা দেইখা আরেকজন যাতে না লেখতে পারে
তার জন্য যদি এমন ব্যবস্থা করা হয় তাহলে কিরকম হইব ।

আপনেরা একটু আপনাগো চোখ দুইটা বন্ধ রাইখেন আমি স্কুলে যাইতেছি ।

গাছে রেখেই খেয়ে নেই । গাছ পাকা টাটকা মাল পরে যদি আবার শেষ হয়ে যায় ।

দুইজনে এক মায়ের পেটের খালাতো বোন ।
পুরো দশের শান্তি নষ্ট কারি । এদের বিচার করবে কে ।

পারলে বলেন এইটা কার ফটো

ছবি তথ্য গুগল এবং ফেসবুক ।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

আর জে নিশা বলেছেন: প্রথমত বড় কার্ফ মাছটি যদি মৃত হয় তাহলে একজন ভদ্রলোকের পক্ষে এতা বড় মাছ উঠানো সম্ভব নয়, মাছের আকার অনুযায়ী মাছের উজন নিদেন পক্ষে ৬০ থেকে ৮০ কেজি হওয়া উচিত ! আর যদি মাছটি জিবিত হয় তাহলে এই ভদ্রলোকের পক্ষে মাছকে এভাবে ধরে রাখা পাঁচ বছরের বাচ্চার হাতে ১৫০ সিসি চলন্ত পালসার মটর সাইকেলের মতো হবে ।

দ্বিতিয়ত, দেশের প্রতি নাগরিক দায়িত্ব থাকলে কেউ হুবুহু টাকা ফটোশপ করতেন না, এটা রাষ্ট্রদ্রোহ, শিক্ষা আমাদের নুন্যতম আচড়নবিধি ও আইন সম্পর্কে জ্ঞান দিলে এমন আচড়ন হয়তো টাকার সাথে হতো না ।

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

বাড্ডা ঢাকা বলেছেন: দেশের আইন নাই তাই মানুষেরও আগের চরিত্র নাই । যদি মানুষের ভেতরে এই মানবতাবোধটুক থাকতো তাহলে কি এরকম
ফটোসপ করতো । আর মাছেরটা কোন ব্যাপার না । অনেকে নিতে পারে । ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ইশকুলে যাওয়ার ফটুকটা আপ্নের ছুডু বেলার ছবি বুঝি? :-B

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

বাড্ডা ঢাকা বলেছেন: :P

৩| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ৪২০ টা আমার খুব মনে ধরেছে =p~

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

বাড্ডা ঢাকা বলেছেন: ভাইয়া টাকার গায়ে লেখা আছে ইহা চাহিবার মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবেন । সুতারং প্রয়োজনে নিয়ে নিতে পারেন ।

৪| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: দুই নেত্রীর এমন সহবস্থান চাই
দেশের উন্নয়নের স্বার্থে

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

বাড্ডা ঢাকা বলেছেন: নুরু ভাই সহমত ।

৫| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

সাদা মনের মানুষ বলেছেন: পৃথবীর সব চেয়ে বড় কুরআন শরীফটা কোথায় আছে?

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

বাড্ডা ঢাকা বলেছেন: এর কোন আসল তথ্য এখন আমার হাতে এসে পৌছেনি ভাইয়া ।

৬| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

শায়মা বলেছেন: মজার!!!!!!

বাট

সাদা মনের মানুষ বলেছেন: ইশকুলে যাওয়ার ফটুকটা আপ্নের ছুডু বেলার ছবি বুঝি? :-B


ভাইয়ার কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ আমি!!!!!!!!!!! :P

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

বাড্ডা ঢাকা বলেছেন: :Pআপু আপুদের ওগুলো বলতে হয়না ।
আপু মাঝে মাঝে মন খুলে হাসতে পারলে সাস্থের জন্য ভাল ।

৭| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলে মিক্স হয়ে গেছে! তথ্য ভিত্তিক আর ফান মিশে গেছে বলেই মনে হয়!

সাথে হালকা বিবরণ দলে আরো ভাল হতো!

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

বাড্ডা ঢাকা বলেছেন: আসলে ভাইয়া যে ভাবে আচ করছেন বিষয়টি সবাই সে ভাবে আচ করতে পারে না । তার প্রমান আপনার নিচের কমেন্টটি পড়লে বুঝতে পারবেন । আর তথ্যবলতে ভাইয়া কিছু ছবি গুগল থেকে নেওয়া আর কিছু ফেবুক থেকে নেওয়া ।কমেন্টের জন্য ধন্যবাদ ভাইয়া ।

৮| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

আর জে নিশা বলেছেন: আপনার মাঝে তো আছে ? তাহলে কেনো হুবুহু নকল এমন একটি টাকার ফটোশপ নিয়ে মার্কেটিং করছেন, এডিট করার অপশন আছে, দয়া করে টাকা’র ছবি মুছে দিতে পারেন, বাংরাদেশ সরকারের টাকা, একটি দেশের আয়না হচ্ছে সেই দেশের টাকা, কোনো এক নোংড়া মন মানষিকতার লোক টাকা কে এভাবে ফটোশপ করবে আর আপনারা শিক্ষিতজণ তা বয়ে বেড়াবেন ? ৫০০ টাকার নোট টি এ্যাডমিনে দৃষ্টি আকর্ষণ করছি, এটা নেহায়েত দেশের প্রতি অবমুল্যায়ন ও অবমাননা এবং সর্বোপরি রাষ্ট্রদ্রোহীতা ।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

বাড্ডা ঢাকা বলেছেন: আপু এরকম অনেক কিছুই শুনেছিলাম ছোট বেলায় । একবার আমি একটি আধা ছেড়া দুই টাকার নোট রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম
আর সেই টাকাটি আমার কাছে থেকে বৃষ্টিতে ভিজে পুরো টাকাতাই অবস্থা অনেক খারাপ হয়ে যায় । আর সে জন্য আমার বাবা আমাকে বলেছিলেন টাকাটা তুমি যত দ্রুত পার খুব যত্ন করে আলমারিতে উঠিয়ে রাখো এই টাকাটা বাহির করো না কারন এই টাকাটা পুলিশ তোমার হাতে পেলে তোমাকে শিশু কারাগারে পাঠিয়ে দিবে ।
শুনেন এটাতো একটা ফানটাইপের পোস্ট । এবার ঈদে শুনেছি অনেকের মুখে অনেক সরকারি বেসরকারি এমনকি এটিএমের বুটেও নাকি অনেক জালটাকার লেনদেন করছে তাহলে ওটাকি ।
কিছু মনে করবেন না আপু সহজ সরল হিসাব বুঝি । কোন ক্যাচাল বুঝি না । তাই দয়া করে কোন ক্যাচাল না করলেই বেশি
খুশি হবো ।

৯| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

আর জে নিশা বলেছেন: জনাব বাড্ডা ঢাকা, গাঁজা ইয়াবা আপনি সেবন করেন আর বহন করেন আপনি সমান দায়ী, ঠিক তেমনি এই টাকার ফটোশপ আপনার জ্ঞানের বাইরে তা বোঝার জন্য ষ্টিফেন হকিন্স হতে হয় না, আপনি এই হুবুহ নকল করা বিকৃত টাকা ব্লগে পোষ্ট দিয়ে ও সমান দায়ী - হয়তো সেই জ্ঞান ও আপনার নেই, থাকলে আসলে ভাইয়া যে ভাবে আচ করছেন বিষয়টি সবাই সে ভাবে আচ করতে পারে না । তার প্রমান আপনার নিচের কমেন্টটি পড়লে বুঝতে পারবেন । নাঁকি স্বরে কাদতেন না, টাকা কোনো রাজনৈতিক সম্পত্তি নয় যে কোনো ব্যাক্তি বা রাজনিতিকে অবমাননা করার জন্য টাকা এডিট করা যায় ! আপনার সাহস আছে বলতে হবে ।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৫

বাড্ডা ঢাকা বলেছেন: আপু এরকম অনেক কিছুই শুনেছিলাম ছোট বেলায় । একবার আমি একটি আধা ছেড়া দুই টাকার নোট রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম
আর সেই টাকাটি আমার কাছে থেকে বৃষ্টিতে ভিজে পুরো টাকাতাই অবস্থা অনেক খারাপ হয়ে যায় । আর সে জন্য আমার বাবা আমাকে বলেছিলেন টাকাটা তুমি যত দ্রুত পার খুব যত্ন করে আলমারিতে উঠিয়ে রাখো এই টাকাটা বাহির করো না কারন এই টাকাটা পুলিশ তোমার হাতে পেলে তোমাকে শিশু কারাগারে পাঠিয়ে দিবে ।
শুনেন এটাতো একটা ফানটাইপের পোস্ট । এবার ঈদে শুনেছি অনেকের মুখে অনেক সরকারি বেসরকারি এমনকি এটিএমের বুটেও নাকি অনেক জালটাকার লেনদেন করছে তাহলে ওটাকি ।
কিছু মনে করবেন না আপু সহজ সরল হিসাব বুঝি । কোন ক্যাচাল বুঝি না । তাই দয়া করে কোন ক্যাচাল না করলেই বেশি
খুশি হবো ।

১০| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

রুকসানা খানম বলেছেন: প্রথমত বড় কার্ফ মাছটি যদি মৃত হয় তাহলে একজন ভদ্রলোকের পক্ষে এতা বড় মাছ উঠানো সম্ভব নয়, মাছের আকার অনুযায়ী মাছের উজন নিদেন পক্ষে ৬০ থেকে ৮০ কেজি হওয়া উচিত ! আর যদি মাছটি জিবিত হয় তাহলে এই ভদ্রলোকের পক্ষে মাছকে এভাবে ধরে রাখা পাঁচ বছরের বাচ্চার হাতে ১৫০ সিসি চলন্ত পালসার মটর সাইকেলের মতো হবে ।

দ্বিতিয়ত, দেশের প্রতি নাগরিক দায়িত্ব থাকলে কেউ হুবুহু টাকা ফটোশপ করতেন না, এটা রাষ্ট্রদ্রোহ, শিক্ষা আমাদের নুন্যতম আচড়নবিধি ও আইন সম্পর্কে জ্ঞান দিলে এমন আচড়ন হয়তো টাকার সাথে হতো না ।
- সহমত

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৭

বাড্ডা ঢাকা বলেছেন: আপনার আমার মানে আমাদের দাদা নানাদের আমলে শুনেছিলাম তারা নাকি একা একাই দুই মন তিন মন ওজনের ভারি কিছু
তারা একাই মাথায় উঠিয়ে দশ মাইল বিশ মাইল পথ হেটে গেছন । সেই তুলনায় এতো মাত্র দের দুই মন কোন ব্যপার না ।

ঠিকয় বলেছেন রাস্তায় থাকা বাংলা সিনেমার পর্ণো পোস্টার গুলো দেয়ালে লাগানো থাকে ওগুলো রাষ্ট্রদ্রোহি কাজ হয় না । যখন কেও ফান বা মজা করে একটি টাকারে ফটোসফ করল তখন ওটা রাষ্টদ্রোহ হয়ে যায় । পারেন ভাই । আপনেরা পারেন বটে ।

১১| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

রুকসানা খানম বলেছেন: জনাব বাড্ডা ঢাকা, গাঁজা ইয়াবা আপনি সেবন করেন আর বহন করেন আপনি সমান দায়ী, ঠিক তেমনি এই টাকার ফটোশপ আপনার জ্ঞানের বাইরে তা বোঝার জন্য ষ্টিফেন হকিন্স হতে হয় না, আপনি এই হুবুহ নকল করা বিকৃত টাকা ব্লগে পোষ্ট দিয়ে ও সমান দায়ী - হয়তো সেই জ্ঞান ও আপনার নেই, থাকলে আসলে ভাইয়া যে ভাবে আচ করছেন বিষয়টি সবাই সে ভাবে আচ করতে পারে না । তার প্রমান আপনার নিচের কমেন্টটি পড়লে বুঝতে পারবেন । নাঁকি স্বরে কাদতেন না, টাকা কোনো রাজনৈতিক সম্পত্তি নয় যে কোনো ব্যাক্তি বা রাজনিতিকে অবমাননা করার জন্য টাকা এডিট করা যায় ! আপনার সাহস আছে বলতে হবে । - সহমত

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪

বাড্ডা ঢাকা বলেছেন: আপনাকেতো এ জাতি খুজতেছে আপনি এখন এই ব্লগে বসে আছেন কেন । আপনার জন্য আমার পক্ষ থেকে ..........আন্তরিক ভাল বাসা থাকলো ।

১২| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা মূলত একটা ''মজার পোস্ট'' , যা শিরোনামেই লিখা আছে । তার পরও দেখছি কেউ কেউ বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছেন ।
বিশেষ করে টাকার ক্যারিকেচারটি ।
ফান'এর দুনিয়ায় টাকা কেন ? গডকে নিয়েও ফান করা হয় ।
আর ক্যারিকেচার ''ফান''এর এক বিশ্ব স্বীকৃত মাধ্যম ।
পরিশেষে , আমরা একে অন্যের প্রতি অবশ্যই সৌজন্যতা আশা করবো ।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৭

বাড্ডা ঢাকা বলেছেন: থাক ভাইয়া এরা জেগে ঘুমায় এদের বলে কোন লাভ হবে না । ওই যে একটা কথা আছে না ভাইয়া খালি কলশ লরাচরা করে বেশি।
তো এদের অবস্থাও একই রকম হয়েছে । তলে তলে হাতালে দেখা যাবে এরাই দেশের অনেক বড় বড় ক্ষতি করে বসে আছে ।

এরা টাকার মান নিয়ে এত চিন্তাভাবনা করে । কই কেওতো পারলো না যখন পাঁচশত টাকা ছেড়ে দেশে একহজার টাকার নোট তৈরি
হলো তা আটকাতে । আরো শুনেছি এরপরে নাকি চার হাজার আর ছয় হাজার টাকার নোটও তৈরি হবে ।
আর এভাবেই এক সময় দেখা যাবে ইন্দোনেশিয়ার মত সকল কাজ কর্ম বাদ দিয়ে টাকার বস্তা বয়ে বেড়াতে হবে ।
সকালে নাষ্টা করার সময় এক বস্তা টাকা নিতে হবে । আবার দুপুরেও একই অবস্থা হবে ।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৮

ভোরের সূর্য বলেছেন: @গিয়াসলিটন
আস্তাগফিরুল্লাহ....
আপনি ভাই বলতে বলতে একটু বেশী বলে ফেলেছেন।
ফান'এর দুনিয়ায় টাকা কেন ? গডকে নিয়েও ফান করা হয় ।
আপনি এটা কি বল্লেন ভাই। গড মানে ইশ্বর কিংবা আপনি আমাদের সৃষ্টিকর্তা নিয়েও ফান করার অনুমোদন দেন???!!!!!!!!
ভাই কিছু কিছু ব্যাপার আছে যেগুলোকে নিয়ে ফান করা যায় না যেমন আমাদের নবীজি কিংবা আল্লাহ।
ভাই আমি অতদূর যেতে চাই না। কেউ যদি আপনার বাবা-মা কে নিয়ে ফান করে এবং পরে যদি বলে এটা শধুই মজা তাহলে সেটা কেমন লাগবে। আমার মনে হয় সেটা আপনার আমার কারো ভাল লাগবে না।
ক্যারিকাচার ফান বিশ্ব স্বীকৃত কিন্তু জানেন তো আমাদের নবীজি কে ফান করতে যেয়ে কি অবস্থা হয়েছে ফ্রান্সে(কার্টুন আকা হয়েছিল)
আশা করবো আপনি এখনই আপনার এই বক্তব্য থেকে সরে আসবেন।
আর না হলে মডারেটরকে বলবো আপনার এই বক্তব্য এখান থেকে সরিয়ে ফেলার জন্য।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৪

বাড্ডা ঢাকা বলেছেন: ভোরের সূর্য ভাই গিয়াসলিটন ভাই বেশি বলে নাই । মনে হয় কিছু মনে করবেননা আপনি একটু বেশি বুঝে ফেলেছেন ।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৮

প্রামানিক বলেছেন: দারুণ ছবি। ধন্যবাদ

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১২

বাড্ডা ঢাকা বলেছেন: ভাইয়া আপনার কাছে হয়ত ভালো লাগচ্ছে কিন্তু ভাই দুজনের মন্তব্য পড়ে বুঝতে পারছেনতো ভয়ে আমার লুঙ্গি খুলে পড়ার
উপক্রম । ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

১৫| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৫

সুমন কর বলেছেন: আসলেই মজার......... B-)

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০২

বাড্ডা ঢাকা বলেছেন: আর বইলেন না সুমন কর ভাই দুইজন তিনজন লোক টাকার ছবিরি নিয়ে একে বারে মাথারা গরম কইরা দিছে ।
তাদের মন্তব্যে মনটাই খারাপ হয়ে গেল । :|

১৬| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫১

আমি মিন্টু বলেছেন: ভালো ভালো চালিয়ে যান ব্রাদার :)

১৭| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৭

মিন্টুর নগর সংবাদ বলেছেন: আসলে কিছু ভারি পাজি লোক আছে না বুঝেই মন্তব্য করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.