নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

আমাদের তারানা হালিম আংটির ভাষন

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮



১৩ সেপ্টেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সকল মোবাইল সিম রেজিস্ট্রেশন না করলে সকল সিম বন্ধ করা হবে ।
ঠিক আছে দেন বন্ধ কইরা । কথা হল বন্ধ করার পরে কি ওগুলো বেজে খাওয়াইবেন জনগনদের । মাঝে মাঝে সরকারের কিছু মন্ত্রীদের কিছু কাজ দেখলেই বুঝা যায় এরা আছে দেশটারে চেটে খাওয়ার জন্য । আগে আপনাগো এই সব চিন্তা কইছিল রেজিস্ট্রেশন করতাম দেখি কি করেন আপনি । ছিলেন যাত্রা দলে হইছেন মন্ত্রী সে ভালো কথা । কিন্তু এইসব রেজিস্ট্রেশনের নামে জনগনের পকেট মাইরেন না আর আপনেরা ।
এগুলো বাদ দিয়ে বেসরকারি লোকেরা বেঁচে থাকবে কি ভাবে সে চিন্তা কইরেন । আপনাদের কাজ কর্ম দেখেতো
মনে হয় আর ক্ষমতায় আসতে পারবেন না ।তাই এই সুযোগে যা খাওয়ার খাইয়া নিচ্ছেন । এইসব রেজিস্ট্রেশন ফেজিস্ট্রেশনের নামে
মানুষের কাছ থেকে বেশি বেশি ট্যস্ক নিয়ে আপনাগো বেতনের টাকা যোগানের চিন্তা মন থেকে বাদ দেন ।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

মাঘের নীল আকাশ বলেছেন: সিম নেবার সময়ই তো রেজিস্ট্রেসন হবে যাবার কথা, না হয়ে থাকলে এখন করলে সমস্যা কী, বুঝলাম না!

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

রোদ্র রশিদ বলেছেন: সিম কার্ড রেজিস্টেশনের নাম শুনলেই সবাই এত্ত ভয় পায় ক্যান....
রেজিস্টেশন থাকাটাই সবার জন্য ভাল নয় কি...

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

রোদ্র রশিদ বলেছেন: সিম কার্ড রেজিস্টেশনের নাম শুনলেই সবাই এত্ত ভয় পায় ক্যান....
রেজিস্টেশন থাকাটাই সবার জন্য ভাল নয় কি...

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

কলাবাগান১ বলেছেন: চাপাতি ইউজ করতে অসুবিধা হবে বিধায় রেজি্ঃ করতে চাই না

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সরকার এর আগেও সিম রিরেজিস্ট্রেশন করেছিল এবং সেসব তথ্য সংরক্ষিত আছে। সরকার চাইলেই সেই তথ্য যাচাই করে নিতে পারে। ১২ কোটি সিমের পুনরায় রেজিস্ট্রেশন করানো মানে হল লোক হয়রানি করা আর বিপুল অর্থের অপচয়।
আর বিটিআরসি'র চেয়ারম্যানের সাথে সহমত। সিম রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। সব অপারেটরই ফর্ম পূরণ করেই সিম বিক্রি করার কথা। যেসব নাম্বারের ক্ষেত্রে সেই তথ্য নেই, শুধু তাদের ক্ষেত্রেই পুনরায় নিবন্ধন করা যেতে পারে। ঢালাওভাবে যদি সবার পুনরায় নিবন্ধন করা লাগে, তাহলে সিম বিক্রির সময় অত ফর্ম পূরণের কি দরকার। মুদি দোকানে সিম বেচে কয়েক বছর পর পর পুরো জাতির সিম নতুন করে রেজিস্ট্রেশন করলেই হয় !!

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

আমি মিন্টু বলেছেন: @লেখক তারানা হালিম আপনার চাচি না খালা লাগেন । :)

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

ব্লগ সার্চম্যান বলেছেন: এইত ভাই মন্ত্রী সভা ।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

জেকলেট বলেছেন: কথা হচ্ছে উনারা তো আবার ভেরিফিকেশনের কথা বলছে। যদি পুলিশ ভেরিফিকেশন হয় তাহলে পুলিশকে মিনিমাম চা-পানির জন্য ১০০ টাকা দিতে হবে। ১২ কোটিx১০০= !!!!! আর ভেরিফিকেশনের যে ফরম উনারা প্রদান করবেন তাও টেন্ডারের মাধ্যমে। টাকা আর টাকা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.