নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্লিপ্ত সাদামাটা হাসোজ্জ্বল তবে দুটা জিনিসকে খুব খুব ঘৃণা করি। এক- নাস্তিক নামক যু্ক্তির অযৌ্ক্তিক বাক্স (প্রাণি)। দুই- রাজাকার নামক ছদ্মবেশি জানোয়ার

‍সাদ্দাম

আমরা রোবট না। আমরা কোন প্রোগামে বন্দি না, আমাদের আছে চিন্তার স্বাধীনতা। আমরা ২+২=১০০০ ও বলতে পারি। কে বাঁধা দিবে। তবে বিষয় টা হাস্যকর। রোবট এটা করবে না যতক্ষন না তাকে এই প্রোগ্রামে বন্দি করা না হবে। রোবটের জন্য চাই সুনির্দিষ্ট প্রোগ্রাম, সে অসাড়, যত পাওয়ার ফুলই হোক। মানুষ যত সিম্পল হোক সে অনেক শক্তিশালী। কারণ মানুষের স্রষ্টা আল্লাহ। তাই রোবটের মত কথা বা লেখালেখি করা ঠিক না। চিন্তার প্রসারণ ঘটান। যুক্তি দিয়ে চলা রোবটের কাজ মানুষের না। এখানেই মানুষের আর রোবটের পার্থক্য। যেমন যুক্তি দিয়ে ভালবাসা যায় না। যুক্তি দিয়ে কান্না করা যায় না। তেমনি যুুক্তি দিয়ে স্রষ্টা মানা যায় না।

‍সাদ্দাম › বিস্তারিত পোস্টঃ

কিছু বিকারগ্রস্থ লোক...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৩

নেটে (একটি প্রশ্ন-উত্তর সাইট) আজ পুলাপান/মেয়েপান যাদেরেই বলেন ইয়া ইয়া বড় বড় সমস্যা নিয়ে সমাধান খুঁজামুলক প্রশ্ন করছে। কোথায় যাই। কার কাছে যে যাই।
কেউ সমকামীতার রোগে আক্রান্ত। এখন ছাড়তে চাচ্ছে। তার অবস্থা বারোটা বেজে আছে।
কেউ হস্তমৈথুনে আক্রান্ত। তার অবস্থা এগারোটা। ছাড়ার উপায় খুঁজছে।
কেউবা ধর্ষনের মত রোগে আক্রান্ত। কেউ বা পরকীয়ায়। কেউ বা জব লেস।
কেউ ঋনের ধকল নিয়ে আছে। কেউ বা সাস্থ্য নিয়ে।
যাই হোক মানুষ মাত্রই বা জীবন মাত্রই সমস্যা সম্বলিত। কারণ এটি একটি যুদ্ধক্ষেত্র।

এই নানান সমস্যাগুলোর পিছনে কেউ ধোয়া উড়ায় না কয়েকটিকে ছাড়া।
যেমন, কেউবা বলে যাচ্ছে সমকামীতা বা হস্তমৈথুন কোন রোগ নয়। এটি স্বাভাবিক বিষয়। (এদের মুখে ও স্ট্যাটাসে পোকা পড়ুক)
এরা নিজেরা তো বিকারগ্রস্থই, চাচ্ছে অন্য দশজনকেও মানষিক ও শারীরিকভাবে বিকার বানাতে। ঠিক শেয়াল যার লেজ কেটে গেছে, তারই মত।
যাই হোক, যারা সমস্যা সম্বলিত তারা সুস্থ্য ও স্বাভাবিকত্ব ফিরে পাক, যারা সমস্যায় আছে তাদের সমাধানের উপায়ও মিলে যাক। এই কামনাই করছি।
যারা বিকারগ্রস্থ, অন্যকে মিথ্যা বলে বেড়ান। তাদের শুভ ‍বুদ্ধির উদয় হোক।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: এই সমস্যা আরও বাড়বে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪

‍সাদ্দাম বলেছেন: এখন তো এসব বিষয়ে ডাক্তার পরিচয় দাতারাও সামিল হয়েছে। বলছে এই সব অপকীর্তি নাকি সাস্থ্যের জন্য শুভ :||

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো সতর্কীকরণ পোষ্ট। বিষয়গুলো আমার কাছে খুব জটিল মনে হয়। মানুষ যতটা না নেশাগ্রস্থ, তারচেয়ে বেশি অভ্যাসী।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৫

‍সাদ্দাম বলেছেন: সহমত B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.