নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো ছোটো মানুষের ছোটো ছোটো কবিতা

ছোটো ছোটো মানুষের ছোটো ছোটো কবিতা

অমৃতা

অমৃত খুঁজো না এখানে, পাবে না। যদি জীবন খোঁজো, পেলেও পেতে পারো একটু পরশ.............

অমৃতা › বিস্তারিত পোস্টঃ

ঠিক কোথায় তুমি থাকো ?

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪



ঠিক কতদূরে থাকো তুমি গো ঈশ্বর?
ক'টা আলপথ...ক'টা ধেনো রন্ধ্র..কত দিগন্তব্যপী মন ডিঙিয়ে তোমার বাড়ি?
সেই বাড়ি কি পাতায় পাতায় মোড়া?
সেখানে কি বুনো ধুতরোরা ফোটে?
পাহাড়ের পাশে রামধনু নামে সন্ধ্যের সিঁড়ি বেয়ে?
আমি পাহাড়ের পাশে মেঘ দেখেছি,তার ওপারে ছিল আমার জটিল জীবন।
আমি স্বাধীন শান্তিকামী।
কোন চাবিটা তোমার আঁচলে বাঁধা...যে চাবি আমার শান্তির ঘর গড়বে!
ঈশ্বর, তুমি পুরুষ নাকি নারী?
কতদূর বল,কতদূর আর যাব?
অর্ধজীবনে প্রতিবাদ ডানা বাসা বেধে
ভারী করেছে উড়বার মত শক্তি।
ঈশ্বর, আমার আগামীকাল টা কবে গো?
যেখানে আমার মাথায় থাকবে ছাতিম..
উঠোনে পড়বে কচি দুটো পা'র ছাপ।
লাউগাছটা মাচার উপরে বেয়ে...
মাটির উঠোনে ছায়া ফেলবে..
বৃষ্টির ছাঁট উঠোন ভিজিয়ে দিয়ে চলে যাবে ফের আসার কথা দিয়ে।
চারিদিকে কৃত্রিম পৃষ্ঠপোষণ....
ধাতব স্বর...পথে পথে সেয়ানে সেয়ানে আদর.......
আমাকে তোমার সাত রং দিয়ে মুড়ো।
এত ভুল আলো আর ভুল শব্দের জোরে...
ভুল বাতাসে আজকাল মৃতদেহের গন্ধ ভেসে আসে।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৪

রিপি বলেছেন:
চমৎকার হয়েছে।

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৮

ফারগুসন বলেছেন: খুব সুন্দর--অসাধারণ----!!!!!!!! তুমি কে- -- কে তুমি ---- আমার অনেক দিনের চেনা সেই তুমি!!!
সত্যিই খুব সুন্দর কবিতা
ধন্যবাদ

৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩৩

হুকুম আলী বলেছেন: বৃষ্টির ছাঁট উঠোন ভিজিয়ে দিয়ে চলে যাবে ফের আসার কথা দিয়ে।
অসাধারণ।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৩

আরাফআহনাফ বলেছেন: "আমি স্বাধীন শান্তিকামী।"
"এত ভুল আলো আর ভুল শব্দের জোরে...
ভুল বাতাসে আজকাল মৃতদেহের গন্ধ ভেসে আসে।"

খুব সুন্দর। ভালো লাগলো।

+++++

৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩০

জনৈক অচম ভুত বলেছেন: অসাধারণ কবিতা।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩১

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.