নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

ক্যাচাল কবিতাঃ ঐক্যবদ্ধ্য নাগরিক অধিকার ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১০


মুই বানানে বড্ড কাঁচা
কইছি কথা হাচা
আরে মিয়া বানানে কি আর আসে যায়
বলছিতো কথা সকলে সে ভাষায়
যাহা মোদের জম্মের পর শিখাইছেন
সকলের বাপ আর মায় ।
সকলে দেখি শুধু মিথ্যে কথা কয়
জানিনা তাদের সত্য কথা বলতে কিছের এত ভয়।

বলছি সরকারি দলকে
বলছি বিরোধী দলবলকে
আপনেরা ভালো হয়ে যান
যদি দেশ ও দেশের মানুষের ভালো চান
তাহলে ঐক্যবদ্ধ ভাবে দেশকে গড়ুন
নতুন সাঁজে দেশকে সাঁজান
তাতে বাঁচবে দেশের সকল মানুষ
বাঁচবে দেশের সকল সমাজ
বাঁচবে কৃষক,বাঁচবে দিনমুজুর,
বাঁচবে দেশের তাজা সকল প্রাণ ।

আমি ভালোবাসি করতে ক্যাচাল
তাইতো ব্লগে শুধু করি ভেজাল ।
হতে পারে তা রাজনীতি
হতে পারে তা পেটনীতি
হতে পারে তা ধর্মজাল
হতে পারে খাদ্য দ্রব্য
চাই মোরা দু’বেলা দুমুঠো খাবার
হতে হবে তা খাদ্য নির্ভেজাল’
মোদের সকলের দু’মুঠো খাবার
ঐক্যবদ্ধ্য নাগরিক অধিকার ।


মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

বিজন রয় বলেছেন: হতে পারে তা রাজনীতি
হতে পারে তা পেটনীতি
হতে পারে তা ধর্মজাল
হতে পারে খাদ্য দ্রব্য

ভাল লিখেছেন।
+++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ বিজন রয় দাদু । :)

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এতোদিন পর জেগে উঠলো কবি ...........

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮

আমি মিন্টু বলেছেন: :)

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লেগেছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

আমি মিন্টু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
আয় হায় মিয়া ভাই আপনি আমার মত ছোট লেখকের ব্লগে
আমি নিশ্চিত আপনি ভুল করে এই পোস্টে ঢুকে পড়েছেন ।
আপনার মন্তব্য পেয়ে লেখায় অনুপেরিত হলাম ।সাথে কৃতজ্ঞতাও থাকলাম ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০

মিজানুর রহমান মিরান বলেছেন: বলছি সরকারি দলকে বলছি বিরোধী দলবলকে
আপনেরা ভালো হয়ে যান যদি দেশ ও দেশের মানুষের ভালো চান তাহলে ঐক্যবদ্ধ ভাবে দেশকে গড়ুন
নতুন সাঁজে দেশকে সাঁজান তাতে বাঁচবে দেশের সকল মানুষ বাঁচবে দেশের সকল সমাজ বাঁচবে কৃষক,বাঁচবে দিনমুজুর, বাঁচবে দেশের তাজা সকল প্রাণ।

কথা কিন্তু হাচা কইছেন!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

আমি মিন্টু বলেছেন: মিছা কইয়াতো ভাই লাভ নাই । জেল ফাস পুরুষের জন্যই সূতারাং আপনিও হাচা কথা বলার জন্য চেষ্টা করুন ।
তাতে শরীর ও মন ভালো থাকবে :)
ধন্যবাদ মিজানুর ভাই ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৩

মিজানুর রহমান মিরান বলেছেন: অবশ্যই সবসময় হাচা কইবার চেষ্টায় থাকুম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

আমি মিন্টু বলেছেন: আর তার জন্যই আপনাকে আমারও ভালো লাগল ভাই । :)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো বলেছেন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

আমি মিন্টু বলেছেন: আপনারে ধন্যবাদ ।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

কবীর হুমায়ূন বলেছেন: ক্যাচাল কাব্য!
মন্দ নয়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । :)

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১

এম এইচ নাজমুল বলেছেন: পেটনীতি কভু বদলাবার নয়।

+
ভাল লিখেছেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৪

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া শুভ রাত্রী ।

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:০৫

চুঙ্গিওলা বলেছেন: ওরে, ওরে কি ক্যাচাল কপিতা রে । বাব্বাহ মিন্টু মিয়া !!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ক্যাচালে অংশ নেয়ার জন্য । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.