নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

তুমি এলে তাই তোমায় মনে পড়ে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১


বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার বাবার ভাষা
আমার মুখের প্রথম কথা ছিল যা
সকলেই ডাকে তা আমার প্রিয় মা।

এই বাংলা আমার
এই বাংলা তোমার
এই বাংলা হাজারো জনতার
বাংলায় কথা বলার আছে সকলের অধিকার।
একুশ এলে মনে করিয়ে দেয়
বীরের মত বাঁচতে
একুশ এলে মনে করেয়ে দেয়
এই বাংলা পেয়েছিলাম মোরা হাজারো শহীদের রক্তের ত্যাগে ।
সেদিন তোমার জন্যই
জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয়
আর সেই ক্ষোভেই
আমাদের এনে দেয় বাংলার জয় ।

বাংলায় আমার রচনা বাংলায় আমার গল্প
বাংলায় আমার কল্প বাংলায় আমার সাহিত্য
বাংলায় আমার ছড়া বাংলায় আমার কবিতা
বাংলায় আমার সব বাংলায় আমার সত্য ।
এই বাংলায় সেদিন করেছিল আগ্রত
করেছিল লক্ষ জনতাকে জাগ্রত ।
সকলেই চলছিল আগে আগে
একমাত্র বাংলাভাষা তোমার ডাকে ।
লক্ষ জনতার মাঝে তোমার মায়া আনে
তাইতো সবাই রাজপথে নেমেছিল তোমার তানে ।

দিন যায় দিন আসে
গাছে গাছে নতুন ফুল ফোঁটে আবার যায় ঝড়ে
গাছে গাছে নতুন নতুন পাতা হয় আবার যায় ঝড়ে
তেমনি তুমি এলে তাই তোমায় মনে পড়ে ।।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: প্রথম হইছি!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

আমি মিন্টু বলেছেন: এক সঙ্গ বলুন ।
ভাষার মাসে সকল ভাষা সৈনিকের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

২১ তারিখে সকালে গানটি গায়তে গায়তে শহীদ মিনারে যাবেন ।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।

সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

মিজানুর রহমান মিরান বলেছেন: লক্ষ জনতার মাঝে তোমার মায়া আনে
তাইতো সবাই রাজপথে নেমেছিল
তোমার তানে। ভালো বলেছেন।

ভাষার মাসে সকল ভাষা সৈনিকের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

আমি মিন্টু বলেছেন: ভাষার মাসে সকল ভাষা সৈনিকের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

ব্লগার মাসুদ বলেছেন: অনেক সুন্দর কবিতা ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই । :)

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

ব্লগ সার্চম্যান বলেছেন: এবার দারুন কবিতা লেখছেন আপনি মিন্টু ভাই ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যান ভাই । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.