নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

আসুন সকলে ২১ ফেব্রুয়ারি না বলে ৮ ই ফাগুন মাতৃ ভাষা দিবস বলতে শিখি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

হু হয়ত অনেকের আমার কথাটা বুঝতে কষ্ট হচ্ছে ।শুনেন খুইলা বলি কাউকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা বলুনতো আমাদের দেশে ৫২তে কিছের জন্য আন্দোলন করা হয়েছিল ? এক কথায় উত্তর আসবে বাংলা ভাষার জন্য ।
৫২তে পাকিস্তান চেয়েছিল রাষ্ট্র ভাষা উর্দু করতে আর আমাদের বীরদের মতামত ও ইচ্ছে ছিল উর্দু নয় রাষ্ট্র ভাষা বাংলা হবে ।
আর তাদের সে মতের ইচ্ছে শক্তিই তাদেরকে সেদিন আজকে আমাদের মায়ের মুখের বাংলা ভাষা লক্ষ্যে পৌঁছে দিছিল ।
কি না টানই ছিল বাঙ্গালীদের এই বাংলা ভাষা অথবা বাংলা কথার জন্য । তাইতো সেদিন ভাষাচর্চার স্বাধীনতা পেয়েছিল
আমাদের বীর বাঙ্গালীরা । আর আমাদেরও উচিৎ সেই রক্তাপাত শহীদের সৃত্বিকে ধরে রেখে সারাজীবন বাংলাকে এগিয়ে নেয়া ।
অতি কষ্টকর হলেও না বলে পারছি না এতো অর্জনের মাঝেও নিরাশার কালো মেঘ দানা বাঁধে মনের সাদা বা নীল আকাশে ।
ভাষা ও সাংস্কৃতির মাধ্যমে যে ভাষাগত সাংস্কৃতি দিনদিন কালো থাবা আমাদের ওপর পড়েছে তা উদ্ধারের কোন বিকল্প নেই তাই আজ আমরা সাংস্কৃতিক বিনিময়ে অনেক সময় বাংলার পরিবর্তে হিন্দিতে বা ইংরেজীতে কথা বলি । আসলে এতে যে আমার মায়ের মুখের বাংলা ভাষাকে অপমান করছি সেইটুক বোঝার বোধ শক্তিটুক আমরা অনেক সময় হারিয়ে ফেলি ।
আজ ভারতের পশ্চিম বঙ্গের কথাই একটু ভাবা যাক তারাও কিন্তু এই কালো থাবা থেকে দূরে নেই । আর তারা এই কালো থাবায় পড়ে অনেকাংশেই পঙ্গু হয়ে পড়েছে ।সেখানকার বেশির ভাগ শিশুরাই আজ বাংলা ঠিকমতো বলতে পযন্ত পারছেন না । সেখনকার অনেক অফিসের শিক্ষিত ছোট অফিসার থেকে বড় অফিসার এমন কি ব্যবসা প্রতিষ্ঠান এমন কি মুদি দোকানদাররাও সে জালে আটকে গেছেন ।
তাদের মুখে হয়ত হিন্দি নয়ত ইংরেজি শোনা যায় । তাই বাংলা ভাষাকে এখন সম্ভাবনার উম্মুক্ত পথে এগিয়ে নিতে পারে বা পারি একমাত্র
আমরা ও আমাদেরই বাংলাদেশ ।তাই আসুন এই মহান মাতৃ ভাষা দিবসকে ২১ ফেব্রুয়ারি না বলে ৮ই ফাগুন মাতৃ ভাষা দিবস বলি ।
কেননা ফেব্রুয়ারি মানেই হচ্ছে ইংরেজি তাই বাংলার সম্মানে বাংলার সাথে জড়িত ইংরেজিকে বাদ দেই ।
৮ই ফাগুন মহান বাংলা মাতৃ ভাষা দিবসে সকল ভাষা শহীদের জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: এই ব্যাপারটা নিয়ে গত কয়েকদিন আগে প্লাবন ভাইয়ের পোস্টে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। Click This Link

আমি শুধু লিঙ্কটা দিয়ে গেলাম। কারণ এই ব্যাপারগুলো অনেকটাই সেন্সিটিভ। একের অধিক আলোচনা করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি।
শুভ কামনা জানবেন!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ দ্যা রয়েল বেঙ্গল টাইগার ভাই । বিষয়গুলো নিয়ে আমাদের এখনি সময় মাথা নারা দেয়ার । না হলে সব কালো মেঘে ধাকা পড়ে যাবে ভাই ।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার লিখেছেন,
আপনার কথায় যুক্তি আছে,

একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ তুহিন ভাই আপনার পোস্টটি কয়েকবার পড়েছি ।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

মহা সমন্বয় বলেছেন: যুক্তি পুর্ণ লেখা.. কিন্তু বিপক্ষবাদীরা কি বলে ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪

আমি মিন্টু বলেছেন: তাদের বলার আর যুক্তির শেষ নাই ।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

মিজানুর রহমান মিরান বলেছেন: তাই আসুন এই মহান মাতৃ ভাষা
দিবসকে ২১ ফেব্রুয়ারি না বলে ৮ই
ফাগুন মাতৃ ভাষা দিবস বলি ।
কেননা ফেব্রুয়ারি মানেই হচ্ছে
ইংরেজি তাই বাংলার সম্মানে
বাংলার সাথে জড়িত
ইংরেজিকে বাদ দেই ।

যুক্তি আছে কথায়...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৩

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ । :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.