নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সামুতে চ্যাটিং এর ব্যাবস্থা থাকলে কেমন হয়

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৩


বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করা যাচ্ছে সামুতে আমিতো এর ফিডব্যাক কি করে পাঠাতে হয় বুঝি না তাছাড়াও সামুর অনেক গন্য মান্য ব্যাক্তি বর্গ লেখক গণ আছেন যারা তাদের সমস্যাগুলো পূর্ণাঙ্গ ভাবে কৃতপক্ষকে জানাতে পারেন না । তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন ব্লগার ও লেখক ভাই বোনেরা কৃতপক্ষের দৃষ্টি আকর্ষন শিরো নামে পোস্ত দিয়ে থাকেন । এতে যেমন ব্লগের প্রথম পাতার পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে যে সমস্যা নিয়ে পোস্ট দেওয়া হচ্ছে তারও সঠিক কোন সমাধান হচ্ছে না । তাই বলছিলাম সামুর কৃতপক্ষ আমাদের সাধারণ লেখকদের জন্য অনেক অনেক করছেন । যদি আর একটু কিছু করতেন তাতে আমরা সাধারন লেখকেরা অনেকেই যেমন কৃতপক্ষকে তাদের সময়সাময়িক সমস্যাগুলো সরসরি জানাতে পারতাম অন্যদিকে অনেককে আর ব্লগের প্রথম পাতায় দেখতে হতো না কৃতপক্ষের দৃষ্টি আকর্ষন করছি শিরোনামের পোস্ট।

তাছাড়াও দেখা যায় অনেক সময় অনেক ব্লগার ভাই বোনকে ছোট ছোট কিছু ভুলের জন্য হয়ত ব্যন হচ্ছেন না হয় প্রথম পাতায় লেখা থেকে বঞ্চিত হচ্ছেন ।
আর সমস্যার সমাধান হিসেবে সামুতে যদি একটি চ্যাটিং করার মতো কোন ব্যাস্থা থাকতো তাহলে হয়ত এই সমস্যাগুলোর অনেকটা সমাধান হতো । তাই সামুর কৃতপক্ষের কাছে অনুরোধ থাকলো আমাদের জন্য সামুতে ফেসবুকের মতো একটি চ্যাটিং এর ব্যাবস্থা করে দেয়ার জন্য ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১১

সুমন কর বলেছেন: নাতি, এটার কোন প্রয়োজন নেই।

* আপনি কবে দাদু বলা বন্ধ করবেন?

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩

আমি মিন্টু বলেছেন: ঠিক আছে দাদু বাদ দিয়ে দাদু ভাই শুরু করবো । :)

২| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১৮

দিগন্ত জর্জ বলেছেন: অভিযোগ বা সমস্যার কথা জানানোর জন্য "সহযোগিতা" নামের অপশনটা আছে। যদি এটাতে সমাধান না হয়, তাহলে চ্যাটিংয়েও কোন কাজ হবে না।

৩| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:২২

শফিক আলম বলেছেন: ঝগড়া হবে। যা খুশি তাই। কারন এটা ওপেন জায়গা।

৪| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪১

ডা: শরীফুল ইসলাম বলেছেন: সহমত নই X(( X(( X((

৫| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪২

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: আবাল টাইপ পোলাপান এর অভাব নাই। ঐদের আধিপত্ত বাড় বে, গালাগাল অশ্লীল ভাষা প্রয়গ বাড় বে.as we observe them on other social sites. sorry for Bangla spelling mistake.

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:০১

আমি মিন্টু বলেছেন: যেখানে আবাল আছে সেখানে ভালোও আছে। খারাপ ভালো সব জায়গায়ই থাকবে ।এখানেও যে খারাপ লোক নাই তাও না
বহুত আছে ।

৬| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

শাহ আজিজ বলেছেন: আজকের একটা পোস্টে কাল রাতের ফেসবুক ক্রিকেট স্ট্যাটাস পুরোটাই উঠে এসেছে তো সরাসরি ওরকম চ্যাটিং থাকলে মন্দ নয় । হচ্ছেই যখন ভাল করেই হোক।

৭| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১০

প্রামানিক বলেছেন: চ্যাটিং ভাল তবে সামুতে আবাল পোলাপানের অভাব নাই তাদের নিয়েই ভয়। তার চেয়ে মেসেজ সিস্টেম দিলে ভাল হয়।

৮| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১৮

নেক্সাস বলেছেন: সামু যেন জীবনেও এই কাজ না করে

৯| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২

উল্টা দূরবীন বলেছেন: সামুতে চ্যাটিং!!! মাফ করো খোদা।

১০| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: খুব বাজে হবে ব্যাপারটা। ব্লগিং এর সাথে চ্যাটিং কি কখনো হয়? চ্যাটিং এর জন্য অন্য মাধ্যম তো আছেই। কোনোদিন যাতে সামুতে চ্যাটিং অপশন না আসে।

১১| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: তবে আর এখানে আসা কেন! ফেসবুকেই লিখুননা। অনেকেই তো লেখেন । ব্লগকে ব্লগই রাখুন, সোস্যাল নেটওয়ার্কিং এখানে করতে হবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.