নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সাকিব্বারে ক্রিকেট খেলা ঠেইক্কান অবসর দেয়া হউক

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২০

সাকিববারে ক্রিকেট খেলা ঠেইককান অবসর দেওয়া হউক ।সাকিব্বায় এসিয়া কাপেও তেমন কোন খেলা বা ফরম দেখাইতে পারেনাই ।এই টি টুইয়েন্টি
বিশ্ব কাপেও দেখাইতে পারবে বইল্লা মনে হয় না ।
কেন না বেশ কিছু দিন থেইক্কা দেখতাছি সাকিব্বার শরীরের শক্তি ও ভি’টামিন এবং কেলসিয়াম সব কেমন জানি কইম্মা গেছেকা ।তাই সাক্কিব্বারে অবশরে পাঠাইয়া দেয়া হউক । সাকিব্বায় আস্তা একটা গাধা ।শরীরের সাথে খেলার জোড় শক্তি সব কেমন জানি কইম্মা গেছে ।
সোঁজা কথা যুদ্ধ ক্ষেত্রে কোন দূর্বল সৈনিক দিয়া যেমন
যুদ্ধে জয় লাভ করা যাবে না তেমন খেলাধূলার বা স্পোটের
ক্ষেত্রেও কোন দূর্বল পিলিয়ার দিয়া খেলাধূলায় ভালো কিছু
করা যায় না । তাই সাকিব্বারে বাদ দিয়া বাংলাদেশ জাতিয়
ক্রিকেট দলে অন্য শক্তিশালী খেলোয়ার নেয়া হউক ।
আইজ অহন ঠেইক্কা সাকিব্বারে বাদ দিয়া অন্য পিলিয়ার নিলে কাইল ঠেইক্কা দেখা যাইবো দলের ফরমই অন্যরকম
হইয়া যাইবো । একজন নতুন পিলিয়ার নিলে একবছর দুই বছর লাগবো দাঁড় করাইতে তবু দলের জন্য ভালো হবে ।
না হলে দিনকা দিন বাংলাদেশ ক্রিকেট দলের পটন ছাড়া কোন গতি নাই ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭

মিজানুর রহমান মিরান বলেছেন: কিছুই বলার নাই! হয়তো তার ভালো খেলা টা আবার ফিরে আসতে পারে।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৪

আমি মিন্টু বলেছেন: সে খেলা আর ফিরে আসবে না বলে মনে হচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.