নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

হে মহান নারীগণ তোমরা এমন কেন ?

২১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯



আসুন একটু নারীদের নিয়ে আলোচনা করি ।তবে আলোচনার শুরুতেই কিন্ত আমি নারীকূলের সকল নারীগণের কাছে বিশেষ ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি ।
আচ্ছা আমরা সকল পুরুষই কিন্তু সুন্দর নারী পছন্দ করি । আমার প্রশ্ন আসলে আমরাকি কখনো তাদের মন মতো বন্ধু বা স্বামী হতে পারি ।দেখবেন নারীরা সব ক্ষেত্রেই কিন্ত একটু বেশি বারাবাড়ি করে ।
কি আমার কথা বিশ্বাস হলো না তো । তাহলে একটু প্রমাণ করেই দেখুন । আচ্ছা কিভাবে প্রমান করবেন সে উপায় বলে দিতে হবে, ঠিক আছে বলে দিচ্ছি ।
(১)
মনে করুন আপনি যদি এখন অফিসে থাকেন তাহলে আজ একটু তারাতারি বাসায়
ফিরবেন, আর বাসায় ফিরেই আগে আপনার শ্ত্রীকে বলবেন আজ বাহিরে আপনাদের কোথাও দাওয়াত তাই আপনার শ্ত্রীকে একটু তারাতারি সেঁজে গুজে রেডি হতে বলবেন । দেখবেন আপনার শ্ত্রী কমপক্ষে ঘন্টা দুইএক সময় পার করে দিবে তৈরি হতে ।আর তাতে কোন সমস্যা নেই যদি আপনার তৈরি হতে যদি মাত্র দশ মিনিটও লাগে তাহলেই শুরু হবে তোমার তৈরি হতে এতক্ষন লাগে ।
(২)
যদি আপনি আপনার পছন্দ মতো হাজার দামেও ভালো কোন জিনিস আপনার শ্ত্রীকে দেন তাহলে সেটা তার পছন্দ হবে না বা ভালো লাগবে না ।বলবে এটা ভালো নয় ।
(৩)
একজন শ্ত্রী সব সময় মনে করেন তার স্বামী তাকে বিয়ে করেছেন ঘরে আটকিয়ে রেখে দাসী করে রাখার জন্য । আর সে জন্যই সারাক্ষন সংসারে তাকে দাসীর মতো খেটে মরতে হচ্ছে । আসলে আমাদের শ্ত্রীরা কখনই মন থেকে বোঝার চেষ্টা করে না তার স্বামীও ঘরের বাহিরে কারো না কারো অধীনে
দাস হয়ে সারাদিন খেটে মরছে ।
(৪)
বিয়ের পরে সকল শ্ত্রী চায় তার স্বামী যেন শ্ত্রীর অপরিচিত অন্য কোন নারীর সাথে কথা না বলেন । আর যদি কোন ভাবে এর ব্যাতিক্রম হয় তাহলে হয়েছে সংসারে বারুদ খোসার ঘষা ছাড়াই লেগে যাবে আগুন ।আর শ্ত্রী সারাজীবন স্বামীকে সন্দেহের চোখে দেখবেন।
(৫)
যদি আপনি দেখতে একটু অসুন্দর হন আর আপনার শ্ত্রী দেখতে রূপসী হয় তাহলেতো আরো কথা নাই সব সময় তার রূপের গৌরব দেখাবে ।বোঝার চেষ্টা করবে না সেও মাটির তৈরি । আর সুন্দর অসুন্দর সৃষ্টির সকল মালিক সৃষ্টিকর্তা ।
(৬)
এক জন পুরুষ যদি গুনপতি একজন শ্ত্রী পায় তাহলেই তার সংসারের জন্য মঙ্গল ।
আর যদি শ্ত্রী কোন ভাবে রূপবতী হয় তাহলেই হয়েছে সারাক্ষন সে শুধু তার রূপ নিয়েই ব্যাস্ত থাকবে ।আর তাতে সংসারে অমঙ্গলই বয়ে আনবে ।একজন পুরুষের জন্য সব থেকে ভালো হয় যদি সে দেখে শুনে একজন রূপবিহীন নারী বিয়ে করে তাহলে সেই রূপবিহীন শ্ত্রী তাকে প্রাণ উজাড় করে ভালোবাসবে ।
(৭)
একজন নারী সামান্য কিছুতেই কেঁদে অস্থির অবস্থা করে ফেলে ।একদম বেশি কোন কষ্ট না পেলেও তারা কেঁদে দেয় আর পুরুষকে বোকা বানিয়ে বোঝাতে চায় নারী সে খুব কষ্ট পেয়েছে ।
(৮)
প্রতিটি নারীই চায় তার স্বামী একজন সুদর্শন যুবক এবং মোটা ইনকামের লোক হোক ।আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে নারী মনে করবে তার কপাল খারাপ । আর
তার জন্য সারা জীবন অনেক সংসারেই আগুন লেগে থাকে ।

(*)
সত্যিকার অর্থে একজন পুরুষ একজন নারীকে যতটা কম ভালোবাসবেন ততই আপনার শ্ত্রী আপনাকে ভালোবাসবে ।
(*)
পারলে নারীর সাথে সব সময় উঁচ্চ গলায় কথা বলুন তাহলে সে মনে করবে আপনিই আসল পুরুষ ।আর যদি নারীর সাথে আপনি নরম ভাবে কথা বলেন তাহলে নারী বিরক্ত বোধ করবে ।

তবে সর্ব শেষ কবির ভাষায় একটি কথা বলতে হয় সংসার সুখী হয় রমনীর গুনে ।
সকল নারীদের উচিৎ স্বামীর সুখ দুঃখে স্বামী পাশে থেকে তাকে ভালোবেসে স্বামীর ভালো কাজে উৎসাহ দেয়া যাতে স্বামী সফল হতে পারে সেই প্রাথনা করা ।
ছবিটিঃ ইন্টারনেট থেকে সংগ্রহ ।

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫

সাগর মাঝি বলেছেন: হাঃ হাঃ হা.......পড়ে মজা পাইলাম।

২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৫

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ।

২| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম ভ্রাতা, অনেক গুলুই বাস্তব...

২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৭

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ভালো থাকবেন । শুভ সকাল ।

৩| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩০

বিজন রয় বলেছেন: সকল নারীদের উচিৎ স্বামীর সুখ দুঃখে স্বামী পাশে থেকে তাকে ভালোবেসে স্বামীর ভালো কাজে উৎসাহ দেয়া যাতে স্বামী সফল হতে পারে সেই প্রাথনা করা ।

আর পুরুষরা?

২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৭

আমি মিন্টু বলেছেন: নারী পুরুষ দুজনই সমান হতে হবে তাহলে সংসারে সুখ খুঁজে পাওয়া যাবে ।

৪| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৭

শারলিন বলেছেন: সংসার সুখের হয় নারী পুরুষ দুজনের গুনে। একজন নারী কিংবা একজন পুরুষ সহস্র গুনের অধিকারী হলেও একার পক্ষে সংসার সুখের করা সম্ভব না।
সংসার সুখের করতে হলে দুজনের পারস্পারিক সহযগিতা ও বোঝাপারা দরকার.।.।.।.।.।।।

আর একটা কথা না বলে পারছিনা নিজস্ব কিছু পুরনো গধ বাধা অভিজ্ঞতা দিয়ে নারীদের বিশ্লেষণ করা ঠিকনা। পুরনো ধারনা থেকে বেরিয়ে আসুন দেখবেন পৃথিবী অনেক বদলে গেছে.।.।.।.।.।.।.।।।

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪

আমি মিন্টু বলেছেন: হয় হয় সংসার সুখী হয় রমনীর গুনে তাতো সবাই জানে কিন্তু রমনী যদি বেশি শিক্ষিত বেশি জ্ঞ্যানি হন তাহলে সুখ পাখী জানালা
দড়জা দিয়া ভাগে । নারীরা হলো একটু বেশি মাথা মোটা ধরনের । :)

৫| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৯

শাহ আজিজ বলেছেন: পুরুষ হচ্ছে শিব আর শিব ছাড়া নারী অচল । নারীই শিবের পুজা করে আর পুরুষ হচ্ছে দেবতা :`>

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬

আমি মিন্টু বলেছেন: সঠিক জবাব হয়েছে ভাই । ধন্যবাদ আজিজ ভাই । ;)

৬| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৪

ফাহিম আবু বলেছেন: নারী হল মাথা মোটা একটা জাত যারা নিজের ভালও নিজে বোঝেনা, তা সে যতই শিক্ষিত হোকনা কেন। পুরুষ মানুষ নামের শেয়ালদের কথায় নাচে !!

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৮

আমি মিন্টু বলেছেন: আচ্ছা আমারতো মনে হয় আপনি অধ্য নারী অধ্য পুরুষ । আপনি এদিক সেদিক আপনি দুই পিঠ । :)

৭| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: নারীরা চরম খারাপ। আর তাদের মাইরের উপর রাখা দরকার তাইলে আজাইরা প্যানপ্যানানি, ফাপরবাজি, কান্দন, সন্দেহ, ঘুমানি,খাওন্দাওন সব কন্ট্রোলে থাকব।

২২ শে মার্চ, ২০১৬ রাত ৩:১১

আমি মিন্টু বলেছেন: নিচে অপু ভাই কইছে আন্টির কথায় কোপায়া লাইক আমিও দিলাম :) B-) ;)

৮| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

Jahirul Sarker বলেছেন: একজন পুরুষের জন্য সব থেকে ভালো হয় যদি সে দেখে শুনে একজন রূপবিহীন নারী বিয়ে করে তাহলে সেই রূপবিহীন শ্ত্রী তাকে প্রাণ উজাড় করে ভালোবাসবে । সুপার ।

২২ শে মার্চ, ২০১৬ রাত ৩:১৩

আমি মিন্টু বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ । শুভরাত্রী ।

৯| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

মহা সমন্বয় বলেছেন: জ্ঞান বৃদ্ধি পাইল।

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১১

আমি মিন্টু বলেছেন: ধন্য হইলাম কেউ আমার লেখা থেইকা জ্ঞান বৃদ্ধি হওয়াই । ধন্যবাদ ভাই ।

১০| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৭

প্রামানিক বলেছেন: অনেক জ্ঞানের কথা। ধন্যবাদ

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৯

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।

১১| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩২

টোকাই রাজা বলেছেন: স্ত্রীর চেয়ে কুমীর ভাল
বলেন সর্বশাস্ত্রী,
ধরলে কুমীর ছাড়ে বরং,
ধরলে ছাড়ে না স্ত্রী।--------দ্বিজেন্দ্রলাল রায়

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১০

আমি মিন্টু বলেছেন: :)

১২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩২

টোকাই রাজা বলেছেন: স্ত্রীর চেয়ে কুমীর ভাল
বলেন সর্বশাস্ত্রী,
ধরলে কুমীর ছাড়ে বরং,
ধরলে ছাড়ে না স্ত্রী।--------দ্বিজেন্দ্রলাল রায়

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১০

আমি মিন্টু বলেছেন: জব্বর হয়েছে মন্তব্য খানা ।ধন্যবাদ ভাই ।

১৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১:৫২

অপু তানভীর বলেছেন: অপর্ণা মম্ময় বলেছেন: নারীরা চরম খারাপ। আর তাদের মাইরের উপর রাখা দরকার তাইলে আজাইরা প্যানপ্যানানি, ফাপরবাজি, কান্দন, সন্দেহ, ঘুমানি,খাওন্দাওন সব কন্ট্রোলে

আন্টির কথায় কোপায়া লাইক দিলাম :D B-)) =p~ =p~

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৬

আমি মিন্টু বলেছেন: ভাই আন্টির কথায় কোপায়া লাইক দিলাম :D B-)) =p~ =p~

১৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৩:২১

বন্যলোচন বলেছেন: আপনার পর্যবেক্ষণে মোহিত হলাম।

মানে, এতদিন কৈ ছিলেন?

আপ্নাকেই তো দরকার ছিল এতদিন, যে কেউ এসে এই শতাব্দিপ্রাচীন অপার বাস্তব কিন্তু অব্যক্ত সত্যকে প্রকাশ করবে, যা আমরা এতদিন বলতে চেয়েছি কিন্তু ভয়ে সঙ্কোচে দ্বিধায় বলতে পারিনি, আমাদের হাত-পা-বুক সব কেঁপেছে, নারীদের হাতের দা-খুন্তি দেখে আমরা খাটের তলে লুকিয়ে দোয়া-দরূদ পড়েছি আর মনে মনে অভিশাপ দিয়েছি যে মরুক এই লিঙ্গভুক্ত প্রাণীরা; আর আমাদের এতদিনের অভিশাপ আজকে ফল দিয়েছে, অবশেষে এসেছেন আপনি, যিনি সাহসি, যিনি মহান, যিনি নারীর অবস্থান চোখে এবং আরও বিবিধ জায়গায় আঙুল দিয়ে দেখিয়ে দেবেন; যিনি বুক ফুলিয়ে প্রচার করবেন সেই ঐশীবাণী- "হ, নারী জাতি খ্রাপ।"

আসেন নারী জাতি কে বর্জন করি। নারী জাতি যাতাযাতি ছাড়া কিই বা কাজে আসে? খালি যন্ত্রণা। বাদ দেন। তারচে হিজরা-খোজা-গেলমান এদের সাথে বসবাস এবং সহবাস শ্রেয়। কি কন?

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৫

আমি মিন্টু বলেছেন: =p~ :) B-) ;)

১৫| ২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৩

দিয়া আলম বলেছেন: নারী সম্পর্কে আপনার ধারণা ভয়াবহ, আল্লাহ জানে আপনার কপালে কোন হতভাগী উঠে বসে আছে :)

উপরের কোনটাই আমার ভাবনার সাথে মিলেনি ভাইয়া ।

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০৮

আমি মিন্টু বলেছেন: ব্লগে স্বাগতম । মন্তব্যে থ্যাঙ্কু । :)

১৬| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

বন্যলোচন বলেছেন: আপনার পর্যবেক্ষণে মোহিত হলাম।

মানে, এতদিন কৈ ছিলেন?

আপ্নাকেই তো দরকার ছিল এতদিন, যে কেউ এসে এই শতাব্দিপ্রাচীন অপার বাস্তব কিন্তু অব্যক্ত সত্যকে প্রকাশ করবে, যা আমরা এতদিন বলতে চেয়েছি কিন্তু ভয়ে সঙ্কোচে দ্বিধায় বলতে পারিনি, আমাদের হাত-পা-বুক সব কেঁপেছে, নারীদের হাতের দা-খুন্তি দেখে আমরা খাটের তলে লুকিয়ে দোয়া-দরূদ পড়েছি আর মনে মনে অভিশাপ দিয়েছি যে মরুক এই লিঙ্গভুক্ত প্রাণীরা; আর আমাদের এতদিনের অভিশাপ আজকে ফল দিয়েছে, অবশেষে এসেছেন আপনি, যিনি সাহসি, যিনি মহান, যিনি নারীর অবস্থান চোখে এবং আরও বিবিধ জায়গায় আঙুল দিয়ে দেখিয়ে দেবেন; যিনি বুক ফুলিয়ে প্রচার করবেন সেই ঐশীবাণী- "হ, নারী জাতি খ্রাপ।"

আসেন নারী জাতি কে বর্জন করি। নারী জাতি যাতাযাতি ছাড়া কিই বা কাজে আসে? খালি যন্ত্রণা। বাদ দেন। তারচে হিজরা-খোজা-গেলমান এদের সাথে বসবাস এবং সহবাস শ্রেয়। কি কন?

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৯

আমি মিন্টু বলেছেন: নারীদের হাতে শুধু দা-খুন্তি দেখেছেন । সেগুলো সান দিতে কখন দেখেছেন ভাই । এই সংসারে নারী মানে একটা অভিশাপের
নাম । শুধু মায়ের জাত বইল্লা কথা ।

১৭| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অসাধারণ!! অভুতপূর্ব একটি পোস্ট। ভাই এরকম পোস্ট আরও চাই।


পোস্টটি স্টিকি করার জন্য অনুরোধ করছি।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৪

আমি মিন্টু বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য অনুরোধ করছি। =p~ =p~ ;)

১৮| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩১

মোস্তফা সোহেল বলেছেন: গবেষনা ভালই করেছেন নারীদের নিয়ে
আরও গবেষনা করে আমাদের পরবর্তীতে এরকম প‌োষ্ট উপহার দিবেন

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৪

আমি মিন্টু বলেছেন: ঠিক আছে । ধন্যবাদ ভাই ।

১৯| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪১

আরজু নাসরিন পনি বলেছেন:
বাহ পোস্ট তো জমে উঠেছে...পর্যবেক্ষণে রাখলাম ।

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপু ।

২০| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মিন্টু ভাই, মাইরের ওপর ওষুধ নাই!

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৫২

আমি মিন্টু বলেছেন: ঠিক কইছেন সাধু ভাই ।

২১| ২২ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৯

মানবী বলেছেন: প্রথম পয়েন্ট ছাড়া আর সবগুলো পয়েন্ট পড়ে মনে হলো আট নয় বছরের কোন অবোধ কিশোরের লেখা!!!!
এমন বাস্তবতাবর্জিত সব পয়েন্ট মগজে ঠাঁই পেলো কিভাবে!!!

"সত্যিকার অর্থে একজন পুরুষ একজন নারীকে যতটা কম ভালোবাসবেন ততই আপনার শ্ত্রী আপনাকে ভালোবাসবে ।
(*)
পারলে নারীর সাথে সব সময় উঁচ্চ গলায় কথা বলুন তাহলে সে মনে করবে আপনিই আসল পুরুষ ।আর যদি নারীর সাথে আপনি নরম ভাবে কথা বলেন তাহলে নারী বিরক্ত বোধ করবে ।
"

- এধরনের কথা কারো ভাবনায় এলে সবচেয়ে আগে নিজের মায়ের কথা ভাবা জরুরী( প্রায়প্রতিটা মানুষের জীবনের প্রথম পরিচিত নারী তো তার নিজের মা, তাই)। বাবা তার মাকে যতোটা কম সম্ভব ভালোবাসছে এবং সব সময় উঁচু গলায় কথা বলছে.... তখন কেমন লাগবে!!!

আরেকটি কথা, নিতান্তই ব্যক্তিত্বহীন আর আত্মবিশ্বাসহীন স্বামীরাই স্ত্রীর সাথে সব সময় উচ্চকন্ঠে কথা বলে। আর বেশি জোড়ে কথা বলললে নারীরা তাকে নপুংসক ভাবে পুরুষ নয়!!!!



আমি মিন্টুর এধরনের চিন্তাধারা জেনে অবাক হলাম!!

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৫

আমি মিন্টু বলেছেন: ওহ আপু মাতো মাই নাকি । এখানে শ্ত্রী নিয়ে কথা হয়েছে মাকে নিয়ে নয় ।
সূতারাং মাকে নিয়ে টানা হেচড়া করে নিজেদের দোষগুলোকে চেপে রাখার কোন উপায় নাই ।
তাছাড়াও শ্ত্রী অর্থাৎ নারীগন যদি মায়ের টাইটেল না পেতো তাহলে কি যে হতো এই জগৎ সংসারে নারীদের
আল্লাহু মাবুদই জানেন ।
মালিক রক্ষা করো দুনিয়ার এই সকল দড়জ্জাল মহিলাদের হাত থেকে । :(

২২| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৮

মানবী বলেছেন: মা তো মা, মা কারো স্ত্রী নন?
স্ত্রীর সাথে দুর্ব্যবহারের সময় প্রতিটা স্বামীর মনে রাখা জরুরী নিজের মায়ের সাথে তার বাবাএমন ব্যবহার করলে কেমন লাগবে! তেমনি স্বামীর সাথে দুর্ব্যবহারের সময় স্ত্রীদের মনে রাখা উচিৎ তাঁর পুত্রের সাথে পুত্রবধু এই আচরন করলে কেমন হবে!

দজ্জাল স্ত্রী নেই তেমনটা কেউ বলছেনা তবে এই লেখাটা একজন দুজনকে দেখে এক হাস্যকর অপক্ক জেনারেলাইজেশণ হয়েছে।


এই অন্যায় জেনারেলাইজেশনের কারনেই হয়তো আপনার ভাগ্যে সবচেয়ে দজ্জাল মেয়েটা স্ত্রী হিসেবে জুটবে যদি এখনও জুটে না থাকে :-)

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৭

আমি মিন্টু বলেছেন: আপনার দোয়াই হয়ত আল্লাহু আগে থেকেই কবুল করে রেখেছিলেন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.