নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

জানা অজানা সকল মজার তথ্য

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০৫



সকল পাঠক ভাই বোনদের অফুরন্ত ভালোবাসা ও এক গুচ্ছ গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এবারের পোস্ট জানা অজানা সব মজার তথ্য দিয়ে ।

(১) পৃথিবীতে কোন খাবার পচে না ?
উত্তরঃ পৃথিবীতে মধু এমন একটি খাবার যা কখনই পঁচে না ।
(২) প্রথম দিকে কোকাকোলার রং কি ছিল ?
উত্তরঃ প্রথম দিকে কোকাকোলার রং সবুজ ছিল।

(৩) জম্মের সময় একটা বাচ্চা ক্যাঙ্গারুর সাইজ কত হয় ?
উত্তরঃ জম্মের সময় একটা বাচ্চা ক্যাঙ্গারুর সাইজ এক ইঞ্চি দৈর্ঘ্যের হয়ে থাকে ।

(৪) এক জোড়া ইদুর বছরে কতগুলো বাচ্চা জম্ম দেয় ?
উত্তরঃ এক জোড়া ইদুর বছরে পোনের হাজার (১৫০০০) বাচ্চা জম্ম দেয় ।

(৫) বিশ্বের সব থেকে দীর্ঘতম গুহা কোথায় ?
উত্তরঃ বিশ্বের সব থেকে দীর্ঘতম গুহা যুক্তরাষ্ট্রের নাম কেনটাকি । এ গুহাটির দৈর্ঘ্য ৫৩০ কিলোমিটার ।

(৬) প্রশান্ত মহাসাগর মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতা কত ?
উত্তরঃ প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম অংশ । আর এর গভীরতা হলো ১০. ৯০৬ মিটার অথবা ১০.৯১ কিলোমিটার ।

(৭) পৃথিবীর কোন গাছ প্রতি বছর পাতার পরিবর্তে ছাল পরিবর্তন করে ?
উত্তরঃ ইউক্যালিপটাস গাছ প্রতি বছর পাতার পরিবর্তে ছাল পরিবর্তন করে ।

(৮) পৃথিবীতে কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমাতে পারে ?
উত্তরঃ পৃথিবীতে জিরাফ অনায়াসে দাঁড়িয়ে ঘুমাতে পারে ।

(৯) একজন সুস্থ স্বাভাবিক উঁচুর মানুষের সম্পূর্ণ শরীর লম্বায় জোড়া দিলে কত তলা ভবনের সম উঁচ্চতর হবে ?
উত্তরঃ একজন সুস্থ স্বাভাবিক উঁচুর মানুষের সম্পূর্ণ শরীর লম্বায় জোড়া দিলে প্রায় তিনতলা ভবনের সম উঁচ্চতর হবে ।

(১০) কোন আবিস্কারকের বয়স যখন মাত্র ত্রিশ বছর হয় আর তার মাথার চুল সম্পূর্ণ পেকে যায় ?
উত্তরঃ আমেরিকার আবিস্কারক ক্রিস্টোফার কলম্বাসের বয়স যখন মাত্র ত্রিশের কোঠায় পৌঁছে তখন তাঁর মাথার চুল সম্পূর্ণ পেকে যায় ।




(১১)বৃহত্তম পর্বত কোথায় অবস্থিত ?
উত্তরঃ এই বৃহত্তম পর্বতটি মঙ্গলগ্রহে অবস্থিত । আর এর নাম হচ্ছে অলিম্পাস মাউন্টেন । এটি ১৮ মাইল উঁচ্চু এবং ৩৭০ মাইল প্রশন্ত ।

(১২)পাঁচ লাখ মাকড়সা মিলে একদিনে যে জালটি তৈরি করবে তা দিয়ে গোটা পৃথিবীর
ব্যাসাধ মাপা যাবে এবং একই সাথে আরো দশদিন জাল বুনলে যে দৈর্ঘ্য দাঁড়াবে তা মাটি থেকে চাঁদের দূরত্ব অতিক্রম করবে অতি সহজে ।

(১৩)তুঁত গাছটি এমন একটি গাছ যার কোন অংশই ফেলে দেবার নয় । এই গাছের ফল খাওয়া যায়, আর পাতা ব্যবহার করা হয় স্লিক এর কারখানায় এবং কাঠ ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের আসবাবে ।

(১৪) ১৮৭৯ সালে ওহায়োর ডেটনের রেস্টুরেন্ট এর মালিক জেমস রিস্টির কর্মচারীরা প্রায় সময় ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতো আর এ সমস্যার সমাধান করা হয়েছিল ক্যাশ রেজিস্ট্রার যন্ত্র বানিয়ে । পরে তার এ আইডিয়াটি মাত্র দুইশত পাউন্ডের বিনিময় অন্য এক কম্পানির কাছে বিক্রি করে দেন । তাতে ওই কম্পানি ওই ক্যাশ রেজিস্ট্রার যন্ত্র বানিয়ে কোটি কোটি টাকা আয় করেন ।

(১৫) পুরুষ ও নারী কেন হাতে বিয়ের আংটি বা অনামিকা পরে জানেন ?
বহুবছর আগে মানুষ বিশ্বাস করতেন হাতের ওই আঙ্গুল থেকে রক্ত প্রবাহ হয়ে সরাসরি মানুষে হৃদপিন্তে পৌঁছে যায় । তবে এ ধারনাটি ভুল জানার পরেও মানুষ সেই ভুল ধারনাটি এখনো আঁকড়ে ধরে রেখেছে ।

(১৬) আপনি কি জানেন পৃথিবীর সব থেকে বাজে অভিনেতা কে ?
উন্নিশ শতকের শুরুর দিকে রবাট কোর্টস নামে একজন অভিনেতা ছিলেন আর তার অভিনয় দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুঁটে আসতেন তার ভালো অভিনয় দেখার জন্য নয় মানুষ আসতেন এই ভেবে যে একটা মানুষ কতটা বাজে অভিনয় করতে পারে তা দেখার জন্য । আর এই বাজে অভিনয়ের জন্যই তার ওপরে অনেক মানুষের আগ্রহ বেড়ে গিয়েছিল ।

(১৭)পৃথিবীর কোথায় বৃষ্টি হয় না ?
এই সুন্দর পৃথিবীতে মাত্র একটি জায়গা আছে যেখানে শত শত বছর ধরে বৃষ্টি হয়নি । আর সে অঞ্চলটি হলো চিলির আটাকামা মরুভূমি অঞ্চল । যেখানে টানা ৪০০ বছর খরার পরে ১৯৭১ সালে এক পশলা বৃষ্টি হয়েছিল ।

(১৮) পৃথিবীতে সব থেকে দীর্ঘতম ও ক্ষুদ্রতম বর্ণমালা কোথায় ?
পৃথিবীর সব থেকে দীর্ঘতম বর্ণমালার সংখ্যা হলো মাত্র ৫৪টি আর এটি সিংহলী ভাষায় অবস্থিত ।আর সব থেকে ক্ষুদ্রতম বর্ণমালা হাওয়াইওয়ানে । এর সংখ্যা মাত্র ১২টি ।

(১৯)কান্নার সময় কাদের চোখে পানি দেখা যায় না ?
উত্তরঃ অনেকের মতে চোর ডাকাতকে পেটানোর সময় তারা কাঁদে না । অনেকের আবার এবিষয়ে দ্বিমতও আছে । তবে নব জম্ম নেয়া শিশু কান্নার সময় তার চোখ দিয়ে পানি আসে না । কারন একজন নব জম্ম হওয়া শিশুর চার থেকে ছয় মাসের আগে চোখে অশ্রুগ্রন্থি তৈরি হয় না বলে সে কান্নার সময় তার চোখে অশ্রু দেখা যায় না ।

(২০) বলতে পারেন একটি বিচ্ছন্ন পা থেকে গোটা শরীর নতুন করে গজানোর কৃতিত্ব কার ?
উত্তরঃ মারামারি করার সময় স্টারফিশের একটি হাত ছিড়ে গেলে অল্প কয়েকদিনের ভিতরে ওখানে নতুন আরেকটি হাত গজিয়ে যায় । শধু তাই নয় একটি বিচ্ছিন্ন পা থেকে গোটা শরীর গজানোর কৃতিত্ব শুধুমাত্র স্টারফিশেরই আছে ।

তথ্যসূত্রঃ বিভিন্ন পাঠ্যের তথ্যকনিকা থেকে সংগ্রহ ।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৩

ইলা বলেছেন: অসাধারন! চালিয়ে যান।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপুনি । ভালো থেকো ।

২| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৫

বিজন রয় বলেছেন: ধন্যবাদ নতুন করে শেয়ার করার জন্য।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ রয় ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.