নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসিতে আমার কান্না ঝরে...

andharrat@জিমেইলডটকম

আন্ধার রাত

একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।

আন্ধার রাত › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় ডিজিটাল ক্যামেরার চিকিৎসা কোথায় ভাল হয়, একটু বলেন প্লিজ।

০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০


আমার ৮ বছরের পুরাতন ডিজিটাল ক্যামেরা সামান্য রোগে আক্রান্ত। ছবি তোলার পর ছবির একপাশে কালো দাগ উঠে। ছবি খুবই ভাল হয় উঠে কিন্তু একটা দাগ চলে আসে বলে ভাল ছবির ইজ্জত নষ্ট হয়ে যায়।

তাই ঢাকায় যাওয়া হলে (কবে যাবো তার ঠিক নাই :D) ক্যামেরাটা কোথায় ঠিক করাত পারি কেউ জানলে দয়া করে ঠিকানা-ফিকানা দিন।

ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৩

ই- নাগরিক বলেছেন: স্টেডিয়াম মার্কেটে দেখাতে পারেন।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৪

আন্ধার রাত বলেছেন:
ধন্যবাদ ই-নাগরিক ভাইয়া।

২| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯

ঢাকাবাসী বলেছেন: প‌্যাকেটে করে ডাস্টবিনে ফেলে দিন। তারপর সম্ভাব্য মেরামতের টাকার সাথে কিছু টাকা যোগ করে ভালো মোবাইল ফোন কিনুন। সব কাজ চলবে।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৭

আন্ধার রাত বলেছেন: আপনার কথা ঠিক আছে। কিন্তু ছবি অনেক ভাল উঠে এবং ক্যামেরার সাথে মায়ার বন্ধনে আবদ্ধ। পকেটে নিয়ে ঘুরে ঘুরে কতনা ছবি তুলেছি!
ধন্যবাদ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: বসুন্ধরা সিটিতে ঠিক করাতে পারবেন। এছাড়া মতিঝিল স্টেডিয়াম মার্কেটেও ঠিক করাতে পারবেন।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৮

আন্ধার রাত বলেছেন: অনেক ধন্যবাদ নক্‌শী কাঁথার মাঠ ভাইয়া।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০২

এমএম মিন্টু বলেছেন: ভাই মনে কষ্ট নিয়েন না ঢাকাবাসীর সাথে সহ মত

৫| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৩

নতুন বলেছেন: ৮ বছরের পুরোন হলে বিদায় জানানোর টাইম হইছে...

ভাল একটা ফোনেই এরচেয়ে ভাল মানের ছবি পাবেন...

৬| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৯

বনসাই বলেছেন: বর্ণনা পড়ে মনে হলো বেশ সামান্য সমস্যা, দোকানে রেখে আসতে হবে না, বসে থেকেই ঠিক করিয়েই বাড়ি ফিরতে পারবেন। নিচের ঠিকানাতে যেতে পারেন-

হক এন্ড ব্রাদার্স, ই-১৫, নিউ সুপার মার্কেট (নীচতলা), বায়তুল মোকাররম,ঢাকা। মালিকের নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ, ফোন ০১৮১৯-১৬০৭৭৬, ০১৬১৯-১৬০৭৭৬।

সার্ভিস চার্জ ঠিক করে ক্যামেরা ঠিক করাতে দেবেন নয়তো ঠিক হওয়ার পরে বেশি টাকা গুনতে হবে।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩২

আন্ধার রাত বলেছেন: জ্বী বনসাই ভাইয়া সামান্য সমস্যা। আপনার দেয়া তথ্যটি সংগ্রহে রাখলাম। ঢাকায় গেলে বা কাউকে দিয়ে পাঠালে ওখানেই দেব।

আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫

অদীত বলেছেন: আমার ৫ বছরের পুরনো স্যামসাং চার্জ হচ্ছিল না। নিয়ে গেলাম বায়তুল মোকাররমের এক দোকানে। খরচ পড়ল ১২০০ টাকা। কিন্তু ক্যামেরা চলছে বিন্দাস। বায়তুল মোকাররমে দেখতে পারেন। আর স্টেডিয়াম মার্কেটের নাম শুনলেই চোখের সামনে কিছু প্রতারক-কপট লোকের চেহারা ভেসে উঠে।

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২২

আন্ধার রাত বলেছেন:
হুম, ভাল কথা বলেছেন। ধন্যবাদ।

৮| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৬

আনোয়ার ভাই বলেছেন: আমি ডিজিটাল ক্যামেরা কিনেছিলাম ফ্লোরা থেকে । অলিম্পাস। অন্য ক্যামেরার তুলনায় দাম অনেক বেশী । ৭/৮ মাস পর হঠাৎ ওটার ডিস্টার্ব দেয়। মনিটরে কিছু দেখা যায় না। গেলাম আইডিবির ফ্লোরায় , যেখান থেকে কিনেছিলাম। তারা বলল, রেখে যান যদি ঠিক হয় তো দিতে হবে ৫ হাজার টাকা। আর যদি ঠিক না হয় তো ৫ শ' টাকা দিতে হবে। বুঝুন ঠ্যালা ক্যামেরা নষ্ট থাকবে তাতে ৫ শ' গচ্চা যাবে। ওখান থেকে ফিরে বড় ভাইয়ের হাতে নষ্ট ক্যামেরা তুলে দেই । উনি স্টেডিয়াম মার্কেটে খাড়ার উপর মাত্র ৫ শ' টাকা দিয়ে তা ঠিক করে নেয়। ৭/৮ বছর হয়ে গেল এখনো তা ভালই চলছে।

আপনি স্টেডিয়াম মার্কেট যাবেন এটা শতভাগ তবে খাড়ার উপর মেরামত করতে হবে । কথাবার্তাও শতভাগ চুকিয়ে নিবেন।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৯

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ব্রান্ড কি? ঐ ব্রান্ডের সার্ভিসিং সেন্টারে নিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.