নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

angrycitizen007

always remain alert about injustice in society.

ক্রোধিতনাগরিক

i am used to use full liberty. any kind of discussion and criticism will be welcome.

ক্রোধিতনাগরিক › বিস্তারিত পোস্টঃ

লাল সালাম

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯

ভোট চুরির মাধ্যনে আসা কোন দল ক্ষমতায় গেলে কি কি করতে পারে তার একটি ব্যকরন গত কাঠামোবদ্ধ দৃষ্টান্ত আছে আমাদের সামনে। তা হলো বাংলাদেশের রাজনৈতিক দল 'বাংলাদেশ আওয়ামীলীগ'। বাঙ্গালী মাত্রই মুক্তিযুদ্ধের প্রতি একটি আবেগ তাড়িত দুর্বলতা কাজ করে। সেটা আমার মধ্যেও সমান ভাবেই আছে। আর এই মুক্তিযুদ্ধের জিকির তুলে সবসময়ই রাজনৈতিক ফায়দা হাসিল করে গেছে এই 'ঐতিহ্যবাহী' রাজনৈতিক দল। সব শেষ তারা দল বিহীন, প্রতিদ্বন্দিতা বিহীন, গনতন্ত্র বিহীন একটি রাজনৈতিক নির্বাচন খুবই কৌশলে অনুষ্ঠিত করে। আসুন

৫ই জানুয়ারির নির্বাচনের ৮ মাসে আমরা কি কি পেয়েছি তার একটি তালিকা করি.........



১) দেশভর সন্ত্রাস, চাঁদাবাজি, খুন রাহাজানি মাত্রাধিক বৃদ্ধি।

২) সন্ত্রাসের গডফাদার 'শামীম ওসমান' এর মতো মানুষের পাশে প্রধানমন্ত্রী সর্বদা থাকার অঙ্গীকার।

৩) প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যার প্রথা প্রচলন।

৪) দুর্নীতিবাজ ও ঘুষখোর কিন্তু দলীয় আনুগত্যশীল কর্মকর্তা- কর্মচারীদের সুরক্ষার জন্য 'দুর্নীতি বান্ধব' আইন প্রণয়ন...... (বিরাট স্পর্ধার ব্যাপার)।

৫) নিরাপরাধ ১৬০০ গার্মেন্টস শ্রমিক কে জিম্মি করা শুধু মাত্র তাজরীন ও তোবা গার্মেন্টস মালিক দেলোয়ার কে মুক্ত করার জন্য।

৬) বি জি এম ই এ এর প্রভুদের সন্তুষ্ট করার জন্য নিরীহ শ্রমিক এর উপর পুলিসি নির্যাতন। (পুলিশ নাকি ধর্ষণের হুমকিও দিয়েছে)।

৭) প্রথম ঈদেই অন্তত ৪৫০ জনের মতো সড়ক ও নৌ দুর্ঘটনায় প্রাণহানি।

৮) দেশের সব প্রযুক্তি কাজে লাগিয়েও ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার করতে না পারা।

৯) নৌ মন্ত্রীর তোড়জোড়ে যানবাহনের চালকদের আরও বেপরোয়া হয়ে উঠার মতো আইন প্রণয়ন।

১০) সরকারের একমাত্র সমালোচনাকারী রাস্ট্রের চতুর্থ স্তম্ভ 'গণমাধ্যম' কে শায়েস্তা করার জন্য বাকশালী কায়দায় 'সম্প্রচার নীতিমালা' প্রণয়ন...... (১৯৭৫.....!)।



এতো কিছু হয়ে গেছে..... আমরা এখনো চুপ করে আছি..... এভাবে চলতে থাকলে অল্প কদিনেই এই দেশটা শামীম ওসমান (নারায়ণগঞ্জ), নূর হোসেন (নারায়ণগঞ্জ), নিজাম হাজারী (ফেনী), আবু তাহের (লক্ষ্মীপুর) -- এই সন্ত্রাসী গুলোর বাপের জায়গীর করে ফেলবে। তখন 'আমার বাংলাদ্দেশ', 'প্রানের বাংলাদেশ', 'মুক্তিযুদ্ধের বাংলাদেশ' বলে বলে চীৎকার করেও লাভ হবে না....... সময় থাকতে সরকারকে 'লাল সালাম' দিন...........



লাল সালাম...........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.