নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

angrycitizen007

always remain alert about injustice in society.

ক্রোধিতনাগরিক

i am used to use full liberty. any kind of discussion and criticism will be welcome.

ক্রোধিতনাগরিক › বিস্তারিত পোস্টঃ

আমরা আফ্রিকার তুলনায় পিছিয়ে.........!

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

আজ সকালেই নিজের বিভাগে (যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চবি) হাজির হলাম ক্লাশ করার আশায়। কিন্তু নির্ধারিত ক্লাশগুলোর মধ্যে একটি ছাড়া বাকি ক্লাশ গুলো অনুষ্ঠিত হয়নি। তেমন কিছু করার না থাকায় গেলাম বিভাগের কম্পিউটার ল্যাবে। প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট ডাউনলোড করার দরকার ছিল। সেগুলোই করছিলাম।

হঠাতই মনে হলো দেশের ‘মানব উন্নয়ন’ এর কি অবস্থা একটু দেখি। সবসময়ই তো মাথার মধ্যে সমালোচনার পোকা ঘুরতে থাকে। কিন্তু আজ নিজের মতামতের বাইরে গিয়ে, পর্যবেক্ষণ ও তথ্যের সম্মিলনে কিছু লিখতে মন চাইলো। এই প্রচেষ্টার ফলটাই হল লেখাটুকু। খুবই সংক্ষিপ্ত কয়েকটি দিক তুলে ধরেছি। হয়তো এই কয়েকটি দিক ‘সার্বিক অবস্থা’ তুলে নাও হরতে পারে। তবে একটি পরিষ্কার ধারণা দেবে আশা করা যায়।

UNDP (UN এর একটি অঙ্গ প্রতিষ্ঠান) ১৯৯০ সাল থেকেই নিয়মিত Human Development Report নামে একটি সমীক্ষা প্রকাশ করে আসছে। ‘মানব উন্নয়ন’ তথা মানব উন্নয়ন সূচক গুলোর হ্রাস- বৃদ্ধি, ঊর্ধ্বগামীতা- নিম্নগামিতা, সদস্য দেশ গুলোর আয়,আয়ু, জন্ম- মৃত্যু হার ইত্যাদি চলকগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে একটি সম্যক ধারণা প্রকাশ করে।

২০১৩ সালে প্রকাশিত ‘Human Development Report 2013,The Rise Of The South: Human Progress In A Diverse World’ শীর্ষক রিপোর্ট অনুযায়ী ১৮৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম। আর বাংলাদেশ প্রতিদ্বন্দিতা করে এমন কিছু দেশের অবস্থান নিম্নরূপ---

২০১৩ সালের ‘মানব উন্নয়ন’ এ কয়েকটি দেশের অবস্থান

দেশের নাম -------------রিপোর্টে অবস্থান------------ শ্রেনীভুক্তি

বাংলাদেশ ------------ ১৪৬ --------------- নিম্ন

ভূটান -------------- ১৩৬--------------- মধ্য

ভারত --------------- ১৩৬ ------------ মধ্য

ইরাক -------------- ১৩১--------------- মধ্য

পাকিস্তান ------------- ১৪৬ ------------ নিম্ন

ভিয়েতনাম -------------- ১২৭-------------- মধ্য

জাম্বিয়া --------------- ১৬৩ --------------- নিম্ন

জিম্বাবুয়ে ----------------- ১৭২ ---------------- নিম্ন

নেপাল ------------------- ১৭২ --------------- মধ্য



(তথ্য সূত্র- Human Development Report 2013, Key to HDI countries and ranks, 2012, পেজ- ১৪৩ পৃষ্ঠা )

তবে উল্লেখিত ছকে বাংলাদেশের সাথে তেমন অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নেই এমন কয়েক্তি দেশের নাম যোগ করেছে। যেমন – জাম্বিয়া, জিম্বাবুয়ে, ইরাক। কারণটা পরে জানা যাবে।

আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে। আছেও তো। বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতি পাকিস্তানের তুলনায় আমরা কিন্তু তেমন পিছিয়ে নেই। যথেষ্ট প্রাকৃতিক ভূ- সম্পদ থাকার পরও ভারত ও আমাদের মাঝখানে মাত্র ৮টি দেশের ব্যবধান। যদিও ২০১৩ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ‘নিম্ন মানব উন্নয়ন’ আর ভারত ‘মধ্যম মানব উন্নয়ন’ শ্রেনীভুক্ত।

আরেকটু সাজানো ভাবে আমরা এখতে পারি এভাবে-----



(ক)দেশের ক্রমিক অবস্থান (রিপোর্ট) - (খ) দেশের নাম----- (গ) হিউম্যান ডেভলপমেন্ট ইনডেক্স(ভ্যালু- ২০১২)-- (ঘ)জীবিত শিশু জন্ম হার(২০১২)--(ঙ)মোট মাথা পিছু জাতীয় আয় (২০১২)--- - (চ )শ্রেনীভুক্তি

(ক)------- -(খ)----------- --(গ)--------- (ঘ)--------------(ঙ)--------------------- (চ)

১৪৬ --- বাংলাদেশ ----- ০.৫১৫ --- ৬৯.২---- ১৭৮৫$ ------ নিম্ন

১৪৬ ---- পাকিস্তান ----- ০.৫১৫---- ৬৫.৭---- ২৫৬৬$ ----- নিম্ন

১৪০----- ভুটান ----- ০.৫৩৮---- ৬৭.৬---- ৫২৪৬$ ----- মধ্য

১৩৬ ---- ভারত----- ০.৫৫৪---- ৬৫.৮ ----- ৩২৮৫$ ------ মধ্য

১৩১ ---- ইরাক ----- ০.৫৯০---- ৬৯.৬----- ৩৫৫৭$ ---- --- মধ্য

১২৭----- - ভিয়েতনাম--- ০.৬১৭---- ৭৫.৪ ----- ২৯৭০$ ------ মধ্য

১৫৭------ নেপাল---- ০.৪৬৩---- ৬৯.১----- ১১৩৭$ ----- নিম্ন

১৬৩----- জাম্বিয়া---- ০.৪৪৮ ---- ৪৯.৪---- ১৩৫৮ $ ----- নিম্ন

১৭২------ জিম্বাবুয়ে---- ০.৩৯৭----- ৫২.৭---- ৪২৪$ ----- নিম্ন

(তথ্য সূত্র- Human Development Report 2013, Human Development Index

and its components, Table -1, page- 144-146)

এবার আমরা ২০১৪ সালে প্রকাশিত ‘Human Development Report 2014, Sustaining Human Progress: Reducing Vulnerabilities and Building Resilence’ শীর্ষক রিপোর্ট অনুযায়ী পুরবল্লেখিত দেশগুলোর রযাংকিং দেখবো-----

দেশের নাম ----রিপোর্টে---- অবস্থান শ্রেনীভুক্তি

বাংলাদেশ---------১৪২------- মধ্য

ভূটান------------১৩৬-------- মধ্য

ভারত---------- ১৩৫--------- মধ্য

ইরাক---------- ১২০--------- মধ্য

পাকিস্তান ------- ১৪৬--------- মধ্য

ভিয়েতনাম------ ১২১----------- মধ্য

জাম্বিয়া--------- ১৪১---------- মধ্য

জিম্বাবুয়ে --------১৫৬----------নিম্ন

নেপাল----------- ১৪৫----------মধ্য

(তথ্যসুত্র- ‘Human Development Report 2014, Sustaining Human Progress: Reducing Vulnerabilities and Building Resilence, Key to HDI countries and ranks, 2013, পৃষ্ঠা- ১৫৯)

আরেকটু বিস্তারিত ভাবে দেখাই............................

(ক)দেশের ক্রমিক অবস্থান (রিপোর্ট) - (খ) দেশের নাম----- (গ) হিউম্যান ডেভলপমেন্ট ইনডেক্স(ভ্যালু- ২০১২)-- (ঘ)জীবিত শিশু জন্ম হার(২০১২)--(ঙ)মোট মাথা পিছু জাতীয় আয় (২০১২)--- - (চ )শ্রেনীভুক্তি

(ক)------- -(খ)----------- --(গ)--------- (ঘ)--------------(ঙ)--------------------- (চ)

১৪২ --- বাংলাদেশ ----- ০.৫৫৮ --- ৭০.৭------ ২৭১৩$ ------ মধ্য

১৪৬ ---- পাকিস্তান ----- ০.৫৩৭---- ৬৬.৬---- ৪৬৫২$ ----- নিম্ন

১৩৬----- ভুটান ----- ০.৫৮৪---- ৬৮.৩---- ৬৭৭৫$ ----- মধ্য

১৩৫ ---- ভারত----- ০.৫৮৬---- ৬৬.৪ ----- ৫১৫৬$ ------ মধ্য

১২০ ---- ইরাক ----- ০.৬৪২---- ৬৯.৪----- ১৪০০৭$ ---- --- মধ্য

১২১----- - ভিয়েতনাম--- ০.৬৩৮---- ৭৫.৯ ----- ৪৮৯২$ ------ মধ্য

১৪৫------ নেপাল---- ০.৫৪০---- ৬৮.৪----- ২১৯৪$ ----- নিম্ন

১৪১----- জাম্বিয়া---- ০.৫৬১---- ৫৮.৪---- ২৮৯৮ $ ----- মধ্য

১৫৬------ জিম্বাবুয়ে---- ০.৪৯২----- ৫৯.৯---- ১৩০৭$ ----- নিম্ন

ওখানে লক্ষ্যনীয় যে- বাংলাদেশ উন্নতি করেছে। এতে সন্দেহ নেই। আশে পাশের প্রতিবেশি দেশগুলোর তুলনায় বেশ মোটামুটি অবস্থান। তবে মনে রাখতে হবে যে, পাকিস্তানে একটি অঘোষিত গৃহযুদ্ধ চলছে। ভারত সব সময়ই তার অভ্যন্তরীণ শৃঙ্খলা ধরে রাখতে হিমশিম খেয়েছে। তাছাড়া ভুটান ও নেপাল শত প্রতিবন্ধকতা ঠেলে এগিয়ে যাচ্ছে বেশ।

কিন্তু আশ্চর্য হয়ে উঠতে হয়- আফ্রিকা মহাদেশের রাষ্ট্র জাম্বিয়া ও জিম্বাবুয়ের দিকে তাকালে। তাদের প্রভূত উন্নতি যেমনই আগ্রহ জাগানিয়া, তেমনি আমাদের মতো সভ্যতার দাবিদারদের মুখে শিক্ষণীয় চপোটাঘাত। বিশাল মুদ্রাস্ফীতি ঠেলে জিম্বাবুয়ে, আর আঞ্চলিক গোলযোগ পাশ কাটিয়ে জাম্বিয়া যে গতিতে এগিয়ে এসেছে, লক্ষ- কোটি তাকা বেতন, ফ্রী বাড়ি, করমুক্ত দামি গাড়ি, কর মওকুফ, পারসেন্টিজ/ মাসোহারা পাবার পরও ‘আমাদের সোনার বাংলা’ সেই উন্নয়ন গতি কেন পাচ্ছে না.......?

এমনকি যুদ্ধ বিধ্বস্ত ইরাক পর্যন্ত তাদের অগ্রযাত্রা ধরে রেখেছে।

রাজনৈতিক দুরাচার- স্বেচ্ছাচারীতা, রাজনৈতিক অবিশ্বাস, ক্ষমতার নোংরা খেলা, ক্ষমতাসীনদের ‘যেমন খুশি- তেমন করো’ মনোভাব আমাদের দেশটা কে সামনে যেতে দিচ্ছে না।

রাজনীতিবিদদের বলছি- ‘ ভালো হয়ে যান’................

লাল সালাম.............................

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রাজনৈতিক দুরাচার- স্বেচ্ছাচারীতা, রাজনৈতিক অবিশ্বাস, ক্ষমতার নোংরা খেলা, ক্ষমতাসীনদের ‘যেমন খুশি- তেমন করো’ মনোভাব আমাদের দেশটা কে সামনে যেতে দিচ্ছে না।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ----" রাজনৈতিক দুরাচার- স্বেচ্ছাচারীতা, রাজনৈতিক অবিশ্বাস, ক্ষমতার নোংরা খেলা, ক্ষমতাসীনদের ‘যেমন খুশি- তেমন করো’ মনোভাব আমাদের দেশটা কে সামনে যেতে দিচ্ছে না।
রাজনীতিবিদদের বলছি- ‘ ভালো হয়ে যান’.......... "

সহমত।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬

এ কে এম রেজাউল করিম বলেছেন: "রাজনৈতিক দুরাচার- স্বেচ্ছাচারীতা, রাজনৈতিক অবিশ্বাস, ক্ষমতার নোংরা খেলা, ক্ষমতাসীনদের ‘যেমন খুশি- তেমন করো’ মনোভাব আমাদের দেশটা কে সামনে যেতে দিচ্ছে না।"

সহমত!!!!

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

ফা হিম বলেছেন: সবাই এগোয়, আমরা পিছই। এই হচ্ছে অবস্থা!

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হতাশ হলাম B:-) B:-)

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

অন্ধবিন্দু বলেছেন:
হুম। লাল সালাম.................।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
ভুয়া ডাটা!

কোন সাপোর্টিং লিঙ্ক নেই।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

ক্রোধিতনাগরিক বলেছেন: হাসান কাল বৈশাখী কে বলছি- আমি নতুন লিখছি। এজন্য বুঝতে পারি নি। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনি নিজেও চাইলে ইউ এন ডি পি এর ওয়েবে গিয়ে পুরো রিপোর্ট নামিয়ে নিতে পারেন। ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

ক্রোধিতনাগরিক বলেছেন: hdr.undp.org/sites/default/files/reports/14/hdr2013_en_complete.pdf- এটা ২০১৩ সালের রিপোর্ট।

hdr.undp.org/sites/default/files/hdr14-report-en-1.pdf - এটা ২০১৪ সালের রিপোর্ট। পৃষ্ঠা নম্বর লেখায় উল্লেখ করেছি। বাকিদের লেখা পড়ার জন্য ও সহমত জানানোর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.