নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

angrycitizen007

always remain alert about injustice in society.

ক্রোধিতনাগরিক

i am used to use full liberty. any kind of discussion and criticism will be welcome.

ক্রোধিতনাগরিক › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালীর স্বাধীনতার অবস্থা.............!

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯

মানুষ মাত্রই স্বাধীনতা প্রিয়। আর যদি কথা হয় বাংলাদেশীদের, তবে তো স্বাধীনতার পারদ আরও এক ডিগ্রি উপরে থকাকে। এটাই বাংলাদেশী মানুষের অন্যতম বৈশিষ্ট্য।

নির্যাতনকারী প্রেমিকার মুখের উপর প্রেমিক,বা ‘পতিপরমেশ্বর’ এর সামনে স্ত্রী হয়তো কখনো না কখনো নিজের স্বাধীনতার কথা তুলে ধরতে চেয়েছে। ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত’ বা সংবিধানের ৩৯ ধারার দোহাই দিয়ে কখনো খুব সিরিয়াস, আবার কখনো বা একটু হাস্যরস দিয়ে স্বাধীনতা চেয়ে থাকে এ প্রজন্মের বাংলাদেশিরা। কারণ স্বাধীনতার জন্য জীবন দেয়ার এক স্বর্ণালী ইতিহাস আছে বাংলাদেশের।

আপনি কতটুকু স্বাধীন? এর উত্তরটা হয়তো খুবই আপেক্ষিক। স্বাধীনতার মাত্রা একেক জনের কাছে একেক রকম। তাই এটা নিয়ে আলোচনা করতে চাই না।

Political Rights (PR) বা রাজনৈতিক অধিকার,এবং Civil Liberties (CL) বা নাগরিক স্বাধীনতা এর উপর ভিত্তি করে প্রতিবছর Freedom House নামে এক প্রতিষ্ঠান রিপোর্ট প্রকাশ করে, যেখানে নাগরিক স্বাধীনতার একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়। আমি সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নাগরিক স্বাধীনতার এক বৈশ্বিক চিত্র তুলে ধরতে চাই।

Freedom in the World 2013: Demographic Breakthrough শিরোনামে প্রকাশিত এই রিপোর্টে ১৯৫ টি দেশের নাগরিক স্বাধীনতার অবস্থা তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ও তার প্রতিদ্বন্দ্বী কিছু দেশের এই স্বাধীনতা প্রেক্ষিত তুলে ধরার পূর্বে এর স্কোরিং এর ব্যাপারে একটু পরিষ্কার ধারণা দিতে চাই।

পূর্বোল্লিখিত ২টি বিষয়, যথা- Political Rights (PR) এবং Civil Liberties (CL) এর স্কোরিং বের করা হয় বিভিন্ন স্বীকৃত গবেষণা পদ্ধতির মাধ্যমে। স্কোরিং বণ্টনটা এরকম---

Political Right

Aggregate Score -------- PR Rating

36-40---------------- -------- 1

30-35 --------------------------- 2

24-29 ----------------------------3

18-23 ----------------------------4

12-17 ----------------------------5

6-11 ----------------------------6

0-5 -----------------------------7

Civil Liberties (CL)

Aggregate Score -------- CL Rating

53-60 -----------------------1

44-52 -----------------------2

35-43 -----------------------3

26-34 -----------------------4

17-25 -----------------------5

8-16 ------------------------6

0-7 ------------------------7

Freedom Rating ----------- Country Status

1.0 – 2.5 --------------------------Free

2.0 -- 5.0 -------------------------Partly Free

5.5 -- 7.0--------------------------Not Free

উপরোক্ত দুই ক্ষেত্রের প্রাপ্ত রেটিং যোগ করে ২ দিয়ে ভাগ করলে বের হয় Freedom Rating। এই রেটিং অনুযায়ী ঠিক করা হয় Country status।

নিম্নে বাংলাদেশ ও তার সমকক্ষ কিছু দেশের নাগরিক স্বাধীনতা স্কোর তুলে ধরছি-----

Country ----- Freedom Status ------ PR -------CL

Ghana--- --------- Free-----------------1---------- 2

India ---------------Free---------------- 2-----------3

Indonesia----------Free--------------- 2----------- 3

Senegal-------------Free--------------- 2---------- 3

Philippines--------Partly Free----------3---------- 3

Bangladesh------ Partly Free-- ------- 3-- ------- 4

Zambia------------ Partly Free--------- 3 -----------4

Thailand--------- Partly Free---------- 4----------- 4

Malaysia-- ------- Partly Fre---- ------- 4---------- 4

Nepal----- -------- Partly Free---------- 4 --------- 4

Bhutan----------- Partly Free----------- 4 --------- 5

Libya-------------- Partly Free-- ------- 4 --------- 5

Lebanon---------- Partly free----------- 5 -------- 4

Maldives---------- Partly Free---------- 5 -------- 4

Pakistan---------- Partly Free---------- 4 ----------5

Srilanka---------- -Partly Free---------- 5 --------- 4

Mayanmar----------Not Free------------ 6 ----------5

Iran----------------- Not free-------------- 6--------- 6

Iraq------ ---------- Not Free------------- 6---------- 6

Zimbabwe---------- Not free------------- 6--- ------- 6

Vietnam ------------ Not Free--- -------- 7 ---------- 5

এখন এমন কিছু দেশের অবস্থান ও স্কোর তুলে ধরছি, যেগুলো ‘উন্নত দেশ’ হিসেবে পরিচিত এবং আমাদের কাছে স্বপ্নের দেশ হিসেবে বিবেচিত..........

Country --------Freedom Status ------ PR ------ CL

Singapore ------Partly Free------------- 4---------- 4

Turkey----------- Partly Free--------------3---------- 4

Ukraine-----------Partly Free------------ 4------------3

China-------------- Not Free----------------7-----------6

Oman-------------- Not Free--------------- 6------ -----5

Russia------ ------ Not Free----------------6------------5

Saui Arabia-------Not Free------- --------7----------- 7

UAE------- ---------Not Free----------------6 ---------- 6

Qatar------ --------- Not Free-------------- 6----------- 6

মজার ও লক্ষণীয় বিষয় হল যে- অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ দেশ গুলোর অধিকাংশই বেশ ভালো স্কোর নিয়েছে। অর্থাৎ তাদের নাগরিক স্বাধীনতার মাত্রা বেশি, এবং তাকে ‘Free’ বা মুক্ত বলে ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু বেশ কিছু দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অব্যাহত থাকলেও এই ‘নাগরিক স্বাধীনতা’ মুক্ত হয়নি।

এই রিপোর্ট অনুযায়ী মোট ১৯৫টি দেশের মধ্যে, নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে,

সম্পূর্ণ মুক্ত ---- ৯০টি দেশ, যা মোট সংখ্যার ৪৬%

মুক্ত নয় ----- ৪৭টি দেশ, যা মোট সংখ্যার ২৪%

আংশিক মুক্ত ----- ৫৮টি দেশ, যা মোট সংখ্যার ৩০%

আর এশিয়া মহাদেশের ক্ষেত্রে চিত্রটা এরকম,

সম্পূর্ণ মুক্ত ---- যা মোট সংখ্যার ৪৩%

মুক্ত নয় ----- যা মোট সংখ্যার ২১%

আংশিক মুক্ত ---- যা মোট সংখ্যার ৩৬%

স্বাধীনতার জন্য আরও একশ জন বঙ্গবন্ধু বা দুই হাজার জিয়াউর রহমান জন্মালেও লাভ হবে না, যদি না আমাদের মাথায় শুভ বুদ্ধির উদয় না হয়। বর্তমান রাজনীতিবিদদের 'চটাং- চটাং' কথা-বার্তায় যদি আমরা বারবার গলে যেতে থাকি, তবে ঐতিহাসিক 'আফ্রিকার কালো দাস' এর মতো ভাগ্যবরন করতে আমাদের খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না।

এরপর শুধু চীৎকার আর চীৎকার- স্বাধীনতা তুমি কত দূর.....................?

তখন আর লাভ হবে না..........

লাল সালাম..................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.