নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ আগামীর প্রত্যেয়

আনিসুর রহমান এরশাদ

আমি আমার দেশকে অত্যন্ত ভালবাসি ।

আনিসুর রহমান এরশাদ › বিস্তারিত পোস্টঃ

বেকারত্বের সাতকাহন ( পর্ব - ২ )

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২

বেকার যত শিক্ষিতই হোক সে মূর্খ, যত সুন্দরই হোক সে অনাকর্ষণীয়, যত শক্তিশালীই হোক সে দুর্বল। বেকারের চোখ, মুখ, কণ্ঠের চেয়ে মূখ্য হয়ে ওঠে তার মানিব্যাগ আর ব্যাংক ব্যালেন্স। অনেক সময় বংশ,বিদ্যাও তুচ্ছ হয়ে পড়ে বেকারত্বের অভিশপ্ত জীবনের কাছে। যে বেকার সে মনুষ্য সমাজে বসবাসের অযোগ্য যদিও অনেকে মনের বিরুদ্ধে মানবিক বিবেচনা প্রসূত বেকারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন।

বেকার কখনো স্বাধীনতার স্বাদ পায় না, সুস্থতার প্রশান্তি অনুভব করে না। তার শরীর সুস্থ হলেও সে রোগী। নারী বেকার হলেও মেনে নেয়া যায় কিন্তু পুরুষ বেকার হলে সে হয়ে ওঠে তিরস্কার ও উপহাসের পাত্র। সে অন্যের ঘৃণা ও অপমান সহ্য করে, প্রতিবাদী হয়ে ওঠার হিম্মত না থাকায় লাঞ্চনা যাতনা নিরবে সহ্য করতেও দ্বিধা করে না। অস্বাভাবিক পরিবেশ স্বাভাবিক করতে কখনো আত্মহত্যা পর্যন্ত করে বেকার। বেকার যা করতে চায় তা পায় না আর যা পায় তা চায় না। ফলে বেকারের কাছে পৃথিবীটা বিশালতার নয়; সংকীর্ণতায় ভরা। আর বেকারের জীবন মানেই অস্বাভাবিক জীবন।

বেকার মানুষ হলেও সে মানুষের মধ্যে একটু আলাদা। স্বভাব, প্রকৃতি ও কর্মে সে ভিন্ন। তার স্বতন্ত্রতা নেতিবাচক, স্বকীয়তা অনর্থক, যৌক্তি বোধও অর্থহীন বলে বিবেচিত। বেকারের জন্য করুণা ও দয়ার পাত্র হওয়া যতটা সহজ, সম্মানজনক ও স্বার্থক জীবন লাভ ততটাই কঠিন। তবুও এগিয়ে চলার স্বপ্ন ও অবস্থার পরিবর্তনের প্রচেষ্টাই তার ভরসা।

চলবে

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার জানা মতে বেকার চার প্রকার। যথা:
অর্ধ বেকার, ছদ্ধ বেকার, মৌসুমী (সিজিওনাল) বেকার, পূর্ণ বেকার।

আপনি কোন দলে আছেন?

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২১

আনিসুর রহমান এরশাদ বলেছেন: আমি কোনো দলেই নেই

২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৭

একজন সত্যিকার হিমু বলেছেন: যখন ভাবি আমিও একজন বেকার তখন পদ্মা নদীতে ঝাঁপ দিতে মন চায়...
:(

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: দীর্ঘ পাঁচ বছর বেকার ছিলাম। কি কষ্ট------- কি অপমান--------- বলে শেষ করা যাবে না।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: পাঁচ বছর!!!
ভাই আপনি লিজেন্ড। দেড় বছরেই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.