নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

বিচারক

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

আজ কোন হতাশার দিন নয়

আজ বিপ্লবের দিন- আমি বিপ্লবী।

যে কষ্টের আগুন ধমনীতে নিয়ে

ঘুরে বেড়েয়েছি এতটা বছর;

আজ এই দিনে, তা ফুলকি হয়ে ঝরুক।

শুভ্র সাদা গোলাপ, টকটকে লাল গোলাপ

হলুদ গাঁদা থেকে আজ আগুন ঝরে পড়ুক।

সবুজ পাতারা, আজ প্রতিবাদের ফেস্টুন হয়ে যাও

পাখি; আজ তুমি ফাঁসির রায় পড়ে শোনাও।

একাত্তরের চেতনা মনে লাফিয়ে উঠুক আমার

দেশপ্রেমের আগুনে রাজাকার পুড়ে হোক ছারখার!

রাজপথ, ফাঁসির মঞ্চ বানাও!

বোনের হলুদ শাড়ি, ফাঁসির মঞ্চ বানাও!

মায়ের সাদা কাপড়; ফাঁসির মঞ্চ বানাও!

ও বাতাস- ও তরুণ রায় পড়া শুরু হোক।

আমাদের আদালতে রাজাকারের ক্ষমা নেই

স্বর্গ-মর্ত্য-পাতাল;- নরক জেনে রাখুক।



অনিরুদ্ধ আনজির

০৭/০৩/২০১৩

সিলেট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.