নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

প্যারাডক্স

১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৬

শব্দ থেকে দৃশ্যতে ঢুকে পড়ি

যেন বাসে বসে আছি;

সারি সারি দৃশ্যকে পেছনে ফেলে

গন্তব্যের দিকে ছুটে চলা

অথবা দৃশ্যের পেছনে ফেলে যাওয়া।

সবগুলো ছবি একটানা মাথায় ঘুরে

ক্লান্ত পুকুর পাড়ে ছিপ হাতে

কিশোরীর পবিত্র উল্লাস;

তারপরেই দৃশ্যত ফাঁকা মাঠে

কাঁদামাখা ষাঁড়ের হুংকার-

বাতাসে নিজের গন্ধ পরিমাপ।

মূলত:

দৃশ্য থেকে শব্দ আলাদা করে ফেলে।

তখন শব্দতেই ঢুকে পড়ি আবার।

একটানা শব্দ- একটানা দৃশ্য;

ছেলেকে বুকে নিয়ে মায়ের

ঘুমপাড়ানোর প্রয়াস-

শুধু শব্দ আল্লাহু আল্লাহু।

তখন শব্দের চেয়ে দৃশ্য বড় হয়ে উঠে-

শব্দ থেকে দৃশ্যতে ঢুকে পড়ি।



12/06/2013



Dhaka

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৪

মেহেদী হাসান '' বলেছেন: আসলেই প্যারাডক্স :-0

১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:১২

আনজির বলেছেন: ধন্যবাদ.... মন্তব্য ও পড়ার জন্য।

২| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:২২

এহসান সাবির বলেছেন: বাহ্ বেশ...

১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৮

আনজির বলেছেন: শুভেচ্ছা নেন.......

৩| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লিখেছেন কবি । ভাল লাগলো প্যারাডক্স ।

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৪

আনজির বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই......

৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:০৪

ক্ষণিকের আগুন্তক বলেছেন: বেশ ভাল :)

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৫

আনজির বলেছেন: আপনার মন্তব্যে আমিও বেশ আনন্দিত।

৫| ১৫ ই জুন, ২০১৩ রাত ২:২৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: মারপ্যাঁচহীন প্যারাডক্স ভালো লেগেছে।

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১০

আনজির বলেছেন: মারপ্যাঁচহীন আপনার নামটিও আমার ভালো লেগেছে :-0 :-0 শুভেচ্ছা নিন.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.