নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

স্বর্গযাত্রা

২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

উত্তরের আহ্বান কি ফেলা যায় রিক্ত!

যে চড়ুইয়ের পাল পাহারা দিয়ে সময় কাটায়;

যার সবকিছু খেয়ে ফেলে চড়ুইয়ের পাল

সে তো আঙ্গুর লতার লোভে পাড়ি দিতেই পারে

হিম-শীতল ডুবো পাহাড়ের চূড়া।

রিক্তরাই তো ক্ষেপা ষাঁড়ের শিং-এ লেগে থাকা

সবুজ লতায় জড়ানোর স্বপ্ন দেখে;

শিকড় ছেড়ার আনন্দে লাল হয়- নীল হয় বারবার;

বরফকুচিতে হয়ে ওঠে হৃষ্টপুষ্ট কিসমিস।

লুকাতে পারে এক গ্লাস পানিতে ডুবে থাকা

হাজার পাহাড়ের চিপায়।

তারপর, দলচ্যুত হাঙ্গরের হাহাকার শুনে শুনে

দিন গুনে পবিত্র পানখোরের আশায়।



যাকে ঠোকরে ঠোকরে ফালা ফালা করে;

আবার সেলাই করে চড়ুইয়ের পাল-

তাকে এক চুমুকেই পান করুক মহান রাক্ষস।

এ হচ্ছে উত্তরের আহ্বান- বিষাদময় স্বর্গযাত্রা।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন +++++

ভালো থাকবেন :)

২০ শে জুন, ২০১৩ রাত ৮:১৮

আনজির বলেছেন: ধন্যবাদ.... আপনিও ভাল থাকুন।

২| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

২০ শে জুন, ২০১৩ রাত ৯:০১

আনজির বলেছেন: শুভেচ্ছা......

৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:২৪

রেজোওয়ানা বলেছেন: চড়ুইয়ের পাল তো দেখছি মহা হাঙ্গামা করে!!

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৩

আনজির বলেছেন: জ্বী আপা..... শান্তিতে থাকাই দায়.....!

৪| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৫২

আরজু পনি বলেছেন:

সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝারো ..........কবিতাটা পড়ে এই লাইন-ই কেন মনে এলো !

বেশ সুন্দর!

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

আনজির বলেছেন: হয়ত এ লাইনের কথাই বলা হয়েছে......! আপনাকে অনেক শুভেচ্ছা... পড়ে মন্তব্য করার জন্য।

৫| ২১ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: যার সবকিছু খেয়ে ফেলে চড়ুইয়ের পাল
সে তো আঙ্গুর লতার লোভে পাড়ি দিতেই পারে
হিম-শীতল ডুবো পাহাড়ের চূড়া।


দারুন সুন্দর! অনেক অনেক ভালোলাগা!

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

আনজির বলেছেন: আপনিও আমার ভালবাসা নিন। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.