নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

স্বর্গবাণিজ্য

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৮

মাছির চোখের মত আকাশের তলে

লাউয়ের ডগায় বসা টুনটুনির দোলা;

পাশেই পঞ্চম বর্ষীয়া চোখের নাচন-

ফিক্ শব্দের হাসির ছোঁয়ায়

দাগ পড়ে যায়

ভদ্র আকাশের গায়।

টুনটুনির চঞ্চুতে সজীব- সবুজ লাউয়ের ডগার

তুলতুলে সাদাপোকা হাত-পা ছোঁড়ে কান্না করে।

কান্নায় পাতা নড়ে না;

শুধু মৃত্যুঞ্জয়ের বউ পোয়াতি হয়।

তারও আগে পরিখা খুঁড়েছিলাম কালো মেঘের বুকে-

স্বর্গবাণিজ্যে জাহাজ ভাসাতে হবে।

"হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না"- তাই

সাদাপোকাদের কান্না শুধু প্রসববেদনাই তোলে।



নিচ থেকে মাঝে মাঝে মেঘে দানবাকৃতি দেখি

আকাশের তলে আকাশ;

পাতার তলে পোকা-

আমাদের পার্শ্বউড়াউড়ি।

সবার উপরে কি বসে আছেন দানব সওদাগর?

কে বসে আছেন? কে?

কানে বাজে পোকার চিৎকার?

কে কাৎরায় ওখানে? পরিখায়?

দেখতে গিয়ে দেখি স্বর্গ উড়ে যায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ফেবুর লিঙ্ক ধরে এলাম। পড়লাম। তবে একটা কথা কি, কবিতা বলতে তা গদ্য পদ্য যে কোনো ভাবেই হোক না কেন, পাঠকের মনে একটা ভাব বা পাঠ তরঙ্গের সৃষ্টি করবে। পড়তে তখন ভাল লাগবে। প্রিতিটি শব্দের সঙ্গে পরের শব্দটির একটি অদৃশ্য মিল হলেও থাকতে হবে।

মাছির চোখের মত আকাশের তলে
লাউয়ের ডগায় বসা টুনটুনির দোলা;
পাশেই পঞ্চম বর্ষীয়া চোখের নাচন-
ফিক্ শব্দের হাসির ছোঁয়ায়
দাগ পড়ে যায়
ভদ্র আকাশের গায়।


খুবই সাদামাটা ব্যাপার। কবিতা কিন্তু সাদামাটা হলেও বিশেষ রচনা। পাঠকের মনে তার ছাপ সামান্য হলেও থেকে যাবে।

২| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৫৬

আনজির বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। আসলে কী... সাদামাটা ভাবনা গুলোও মাঝে মাঝে অসুস্থ করে ফেলে আমাকে। তথন ভাবি। পাঠকের মধ্যে যদি সমান্য হলেও দাগ কেটে যায় সেই ভাবনা তাহলেই সার্থক। কবিতা কেনো লিখি? আমি বলব... নিজের প্রয়োজনেই লিখি। নিজেকে সুস্থ রাখতেই লিখি। তার মাঝে যদি পাঠক একটু হলেও ভাবে.... তাহলে এটা বাড়তি পাওয়া। সিকোয়েন্স ধরে রাখাটা বড় ব্যাপার। কিন্তু এক দৃশ্যের পর আরেকটা যদি চলে আসে... তাহলে সেভাবেই বর্ণনা করতে হয়। এটাই হওয়া উচিৎ না দাদা?
অনেক অনেক শুভেচ্ছা আমার ব্লগে আসার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.