নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

ঘোড়ানামা বা হরিণমার্কা টাকা

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪

ছোটকালে আমার অনেক ঘোড়া ছিল- টাট্টু ঘোড়া, পাগলা ঘোড়া; উড়াল ঘোড়া। মামারা সব আমার ঘোড়ায় বাজি ধরতেন; আর আমি জিতে যেতাম। হরিণমার্কা অনেক এক টাকা হাতে ধরিয়ে বলতেন: " ভাই্গনা আমরা হেরে গেছি।" তখন ভেতরে ধ্বক করে উঠতো; ভয় পেয়ে যেতাম হারা শব্দটি শুনলেই- আমি হেরে গেলে টাকা কই পেতাম! মালোপাড়ার মিন্টু আমার হাত ভর্তি হরিণমার্কা টাকা দেখে বলেছিল: " যুদি হাচাহাচি ঘুড়া অইতো; তুই বড়লুক অই যাইতে।" আমি মিন্টুরে বড়দের মত মালো ডাকতাম। মালোর কথায় আমি ঘোড়ার সন্ধানে বেড়িয়ে পড়েছিলাম- আমার একটা হাচাহাচি ঘোড়া দরকার। সারাদিন ঘুরে ঘুরে ডুমুর ফলে পিঁপড়াদের লাইন দেখে দেখে সন্ধ্যায় বাড়ি ফেরার পর সব শুনে মামারা হেসে উঠেছিলেন। বড় মামা বলেছিলেন: " ঘুমিয়ে পড়ো। আর ঘোড়া খুঁজার দরকার নাই। তোমার কাছে তোমার একটা ঘোড়া আছে- তুমিই একদিন দেখতে পারবে।" তারপর আমার ঘোড়াকে আমি হাতড়ে খুঁজেছি। হঠাৎ একদিন তার চোখে নরম একটা চাঁন কপালি সাদা ঘোড়ার দেখা পেলাম। আবার ভেতরে ধ্বক করে উঠলো- আমার ঘোড়া তার চোখে কেনো?

ঘোড়াকে আমি রেসে নামাইনি; শুধু তেল মাখিয়ে উকুন বেছে দিয়েছি। একদিন তার চোখ থেকে ঘোড়াটি হারিয়ে গেল। সেইথেকে যতবার ঘোড়ায় চড়ে ঘোড়ার সন্ধানে বের হবো বলে ঘোড়ায় চড়ি; ততবার ঘোড়া ঝেরে ফেলে দেয়- কামড়ে ধরে।

আমি কি তার চোখ ভালো করে দেখতে পাইনি?

সে কি লুকিয়ে ফেলেছিল আমার ঘোড়া?

তার চোখেই কি আমার ঘোড়া ছিল?

সবার ঘোড়া কি অন্যের চোখেই থাকে?

আমার চোখে কার ঘোড়া?

আমার চোখে কি তবে আমার ঘোড়া?

সে কি তার নিজের ঘোড়া দেখতে পেয়েছিল?

হরিণমার্কা এক টাকার হরিণী গুলোর চোখ ম্রিয়মাণ। হরিণীচোখ কোন কালে ঘোলা হয়েছিল?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.