নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

মৃতপ্রলাপ

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আমাকে মৃত ভেবে প্রজাপতি উড়ে গেলো।

হাতপাহীন আমি ;- আহত মুণ্ডু।

বিরুদ্ধ সময়ে শরীর পেয়েছে যন্ত্রনা-

মুঠি মুঠি বিষ করেছে গ্রহন।

ও বাপজান কার চক্করে ঘুরে আমার নাও?

ঘাড়েতো আমারই মাথা!

মাঝে মাঝে ভিতরটা দেখার নেশা জাগে-

অন্ধকারে পথচলে মায়াকাজল তৃনয়ন।

আমাকে মৃত ভেবে প্রজাপতি- মাছিগুলো ফিরে এসেছে;

চেটে খায় গন্ধ- আমার ভবিষ্যত।

ও বাপজান এখানেই কি খোঁড়া হয়েছে আমার কবর?

অনুকূল বাতাসে ভেসে আসে গোরখোদকের গীত;

কত আপন;বড় মায়ময়.... বড় মায়াময়।

ও বাপজান আমি কি মৃত!

আমার শবদেহের মাছিগুলো তাড়িয়ে দাও-

বড্ড জ্বালাতন করছে।

আমাকে মৃত ভেবে আমিও উড়ে যেতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.