নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

বুক-অ্যাকোরিয়াম

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

পদ্মকর্ণিকা সম মায়াবাস গড়বো।

পদ্মবীজের মতো মুখ তোলে চোখ বুজে তুমি;

অনুভবে দেখবে-

আমাদের শরীরে রানীমাছরা খেলা করে।

হালকা মেহেদীরঙ্গা রানীমাছ

তোমার আমার বুক-অ্যাকোরিয়ামে

পাতালের টান নিয়ে আসবে।

রূপকথার রাক্ষস নয়বার কুর্ণিশ করে

আমাদের চত্তরেই রেখে যাবে তার প্রাণভোমরা।

তারপর রাক্ষসের ঘাড়ে চেপে মুক্তি দেব

আমাদের যাবতীয় লাল-নীল-বেগুনী।



ব্যাথাতুর অতীত ব্যতীত কে হয়েছে প্রকৃত সম্রাট?

বেহেশত নকশার তেরোটা ভৈরবী তাস-

ইন্দ্রজলসায় আকাশ রাজ্য বাজি ধরেছি আজ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫

আনজির বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: শেষ তিনটা লাইনই ভালো লাগলো।

ব্যথাতুর বানানটা ঠিক করবেন।

পদ্মবীজের মতো মুখ তোলে চোখ বুজে তুমি; >> তুলে

শুভকামনা রইলো

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০

আনজির বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.