নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

গাছেদের চলার প্রথমসূত্র

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯

বৃষ্টির পর বৃষ্টি নামে ; আমরা গাছের মতো দাড়িয়ে আছি। বৃষ্টিরা সাপশীতল ধারায় নেমে যায় চুল থেকে নাকে- নাক থেকে ঠোঁটে; তারপর নীচে... আরো নীচে- রঙ্গীলা গুহায়। আমাদের শরীরে সাপবন্যাঢেউ - নগর আমাদের দখলে। অট্রালিকা বেয়ে আমরা উঠে যাই। তারপর আমাদের হাতে ধরে গাছেরা চলতে থাকে। গাছেদের চলার প্রথমসূত্র লেখা হয় বৃষ্টির পর বৃষ্টি নামলে। আমাদের সম্মানে তিনবাহিনী প্রধান- রাষ্ট্রপতি তলোয়ার খেলা দেখান। বৃষ্টির পর বৃষ্টি নামলে আমরা গাছ হতে পারি। বৃষ্টির পর বৃষ্টি না নামলেও- বৃষ্টি না হলেও আমাদের তত্ত্বাবধায়কের দরকার নেই। আমরা গাছেদের চলার প্রথমসূত্র লিখেছি আমাদের সংবিধানে।বৃষ্টির পর বৃষ্টি নামলেও আমরা সাপ হতে পারি না।



অনিরুদ্ধ আনজির

০৯/০৯/২০১৩

সিলেট।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯

হাসান মাহবুব বলেছেন: নাইস!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৫

আনজির বলেছেন: শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.