নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

একমাত্র উদাহরণ

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

(কিঞ্চিত সঙ্কুচিত ও বর্ধিত)

আমি বাঁচতে জানিনা- স্টাডি করিনি কখনো বাঁচার পাঠ।

শুরুটা আমার ছিল -

শেষ বলে কিছু নেই আমার।

ঘুমাবো বলে ঘুমাইনি কখনো;

চিরসত্য বাণীতে জেনেছি

আমার পায়ের তল তোমার।

পায়ের পাতা সঁপে দিলে- নিজেকে হয়না সঁপা?

যখনই পা রাখি- মাটি হয়ে যায় তুমিভূমি;

তুমিভূমিতে আমার বিচরণ।

মুহূর্ত মুহূর্ত জীবন- শুধু তোমার বিবরণ।



আমার নিজের কোন নাম নেই- আমি তোমার একমাত্র উদাহরণ।



অনিরুদ্ধ আনজির

১১/০৯/২০১৩

সিলেট।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

হাসান মাহবুব বলেছেন: যখনই পা রাখি- মাটি হয়ে যায় তুমিভূমি;

এই উপমাটা বেশ লাগলো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

আনজির বলেছেন: আপনার ভাল লাগায়.... খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.