নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

"বাংলা একাডেমীকে দায়িত্বশীল স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই"

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

সম্প্রতি বাংলাএকাডেমী-র কাজ নিয়ে যে আলোচনা- সমালোচনার ঢেউ উঠেছে; তার স্পর্শ আমার মনেও লেগেছে। এই ঢেউটা মূলত শুরু হয়েছেঃ দুই কবির বই বাংলাএকাডেমী থেকে প্রকাশ হওয়ার পর থেকে। আমি দুই কবির একজনকে শুভেচ্ছাও জানিয়েছি। এই বই প্রকাশের খবর শুনে আমি খুশি হয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে অন-লাইনে বিভিন্ন লেখা পড়ে জানতে পারি বই প্রকাশটা স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ভাবে হয়নি। এতে আমার খারাপ লেগেছে। অনেকেই বলতে পারেন- ভাললাগা মন্ধলাগার তুমি কেডা? আমি বিনীত ভাবে বলতে চাই আমি মানুষ- বাংলাদেশের একজন নাগরিক এবং সাবালক! তাই জাতীয় ঘটনায় আমারও ভাল লাগতে পারে- খারাপ লাগতে পারে।



বই প্রকাশের পর এই দুইকবিকে অনেকই কথায় আক্রমণ করেছেন। এটাও আমার খারাপ লেগেছে। আমি এই দুই কবিকে আক্রমণ করার মত কোনো কারণ খুঁজে পাই নাই। তাঁরা কবি- কবিতা লিখেন। যে কোন প্রতিষ্ঠান থেকে তাঁদের বই প্রকাশ হতে পারে। আমি মনে করি বই প্রকাশের জন্য তাঁদের অভিনন্দন পাওয়া উচিত- আক্রমন নয়। মানুষ আক্রমন করে আক্রোশ থেকে। আমি ব্যক্তিআক্রোশে বিশ্বাসী নই।



ভুল করেছেন প্রতিষ্ঠানের পরিচালক। নিয়মনীতি ভঙ্গ করেছেন পরিচালক। তাই কাজের জবাবদিহিও পরিচালককে করতে হবে!

বাংলা একাডেমী জাতীয় প্রতিষ্ঠান। এর প্রত্যেকটা কাজ স্বচ্ছতার সাথে করতে হবে! আমরা সাধারণ মানুষ জাতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে এটাই কামনা করি- দাবি রাখি।



আমি সেলিম মোরশেদ, পারভেজ হোসেন, জুয়েল মাজহার, শামীমুল হক শামীম, আহমেদ স্বপন মাহমুদ,চঞ্চল আশরাফ, ফারুক ওয়াসিফ, মুজিব মেহদী, আলফ্রেড খোকন, কবির হুমায়ূন, মাহবুব মোর্শেদ- উনাদের সাথে একমত হয়ে বলি:

"বাংলা একাডেমীকে দায়িত্বশীল স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই"

এবং তাঁদের দেওয়া প্রস্তাবগুলো অবিলম্বে বাস্তবায়ন করুন!



প্রস্তাব:







১. অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন সরকার/দলীয় রাজনৈতিক কর্তৃত্বের বাইরে স্বনামধন্য কবি-লেখক-সাহিত্যিককে দিয়ে করার রীতি চালু করা;





২. অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের ভার সৃজনশীল প্রকাশক সমিতির নিকট অর্পণ করে বাংলা একাডেমীর শুধু মেলা তদারকির দায়িত্ব গ্রহণ করা। এতে একাডেমী তার মূল কাজের প্রতি অধিক মনোযোগী ও তৎপর হতে পারবে;





৩. বাংলা একাডেমীর উচিত স্বতন্ত্র ও শক্তিশালী অনুবাদ বিভাগ চালু করা এবং বাংলাভাষী লেখকদের ক্ল্যাসিক রচনাগুলো অনুবাদের মাধ্যমে বিশ্বসাহিত্যের অঙ্গনে হাজির করা;





৪. গবেষণার নামে যে সমস্ত কথিত গবেষক/লেখক অগ্রিম সম্মানী নিয়ে গবেষণাকর্ম নির্ধারিত সময়ে জমা দেননি, তাঁদের কাছ থেকে অর্থ ফেরত নেয়ার ব্যবস্থা করা এবং সকল কার্যক্রমের বাৎসরিক বাজেট প্রকাশ করা;





৫. বাংলা একাডেমীর কোনো কার্যক্রমে ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ ব্যক্তি ও প্রতিষ্ঠান যাতে অভিযোগ দাখিল করতে পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা;





৬. সম্প্রতি প্রকাশিত নির্বাচিত কাব্যগ্রন্থ দুটি কোন নীতিমালার ভিত্তিতে প্রকাশিত হয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে তা জনসমক্ষে প্রকাশ করা এবং স্বজনপ্রীতির যে অভিযোগ উঠেছে তা তদন্ত করে দোষী ব্যক্তি/ব্যক্তিদের বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করা;





৭. অনুমোদনের জন্য পেশ করার পূর্বে বাংলা একাডেমীর প্রস্তাবিত আইন ২০১১ থেকে ‘সরল বিশ্বাসে কৃত কর্ম’ ধারাটি বাদ দেওয়া ও অন্যান্য ধারাকেও জনস্বার্থের আলোকে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

সন্দীপ হালদার বলেছেন: আপনাদের প্রস্তাবগুলো ভাল। তবে তা আদৌ বাস্তবায়িত হবে কি না তা নিয়ে আমি সন্দিহান।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

আনজির বলেছেন: জানি হবে না..... কারণ আমাদের দেশে.... সবাই দলবাজি করে.... এটা থেকে কেউ বের হতে পারেনা। এজন্যই ভাল সব সময় গুমঢ়ে কাঁদে।

অনেক ধন্যবাদ.... দাদা।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

আরজু পনি বলেছেন:

তারাতো বানানের ব্যাপারেই আমাদের নিশ্চিত করতে পারছে না ! পরের গুলোতো পরে ...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

আনজির বলেছেন: তবে তারা একটা কাজ করতে পারে.... তা হল... দলবাজি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.