নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

শুধু বাতাস

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

সিলিং-এ ঝুলানো ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানটা বাদুড়ের মতো কিচ..কি..কিচ শব্দ তোলে তিন হাত ছোঁড়ে কান্না করছে। মাথার উপর ঝুলন্ত ফ্যানবাদুড়, বুঝেনা এই গরমে কিভাবে ঠাণ্ডা- শীতল থাকতে হয়। তার তিন হাতের চক্রঘূর্ণীতে যে ঢেউ উঠে; তা আমার বুকমধ্যরেখার ক্ষণজন্মা ঘামবিন্দুকে কোন আড়ালে উড়ায়? তাহলে কি ঘামবিন্দু রোদভরা মাঠে সাদা ভেড়ার উপর বসে থাকা ফিঙ্গে পাখির শিকার? আমার রুমে ফ্যানবাদুড়ের কান্না। আমার রুমে ফ্যানবাদুড়ের হাহাকার বাতাস'ঢেউ তুলে। বাতাসে শুধু আমার মাথার সাদাচুলের উড়াউড়ি- বাতাসে শুধু রোদভরা মাঠে বিদ্যুৎতারে আটকে থাকা নীলঘুড়ির ছটফটানি। কোনো ঘামগন্ধ নেই- শুধু বাতাস.... শুধু বাতাস।



১৩/০৯/২০১৩

সিলেট

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

পসর কুমার ভৌমিক বলেছেন: ভালো লাগলো

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

আনজির বলেছেন: অনেক ধন্যবাদ ....দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.