নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় কোনো সাদা ঘোড়া নেই

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আকাশের মাঝে কত পার্থক্য; রাস্তার আকাশ আর মাঠের আকাশে কোনো মিল নেই। মাঠে থাকলে মনে হয় চাদরের মতো গায়ে জড়িয়ে আছে আকাশ। আর রাস্তায়! রাস্তায় আকাশ দেখারই চান্স নেই। আকাশ দেখতে ভয় লাগে। জানালা দিয়ে যখন আকাশের দিকে তাকাই- তখন মনে হয় আকাশ আমার স্বপ্নের মতো। একমাত্র জনালা দিয়েই আমি আকাশ দেখি। মাঠে বসে আকাশের দিকে তাকালে আমর ঘুম ঘুম লাগে। আবেশে চোখ স্থবির হয়ে যায়। এখন জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশে কিছুই নেই। প্রখর রোদ বিলাচ্ছে সূর্যভাই। নারকেল গাছের চিরল পাতার উপর বসতে গিয়েও বসছে না একটা লাল ফড়িং। এই দৃশ্যটাও আমার স্বপ্নের মতো। আমি আকাশ দেখতে গিয়ে স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি- আমার একটা সাদা ঘোড়া থাকবে; আমার চলার কোনো তাড়া থাকবে না- থাকবে না কোনো পিছুটান। সকাল হলেই শুনবো না কোনো গালাগালি।মা এসে বলবে না, 'অমুকের পোলারে দেখছস! টিউশনি করেই নিজের খরচ চালিয়েছে- এখন কোচিং করিয়ে একটা আধা-পাকা ঘর তুলেছে বাপের ভিটায়। আর তুই....' আমার বলতে ইচ্ছে করে, মা... আমার এসব চাই না! কিন্তু বলতে পারি না। আমি তো শুধু আমার না। আমার উপর দাবি আছে মায়ের- বাবার। তবুও স্বপ্ন দেখি। আকাশটা দেখলেই স্বপ্ন দেখি সাদা ঘোড়ার। শোল্ডার ব্যাগে ঝুলে আছে কবিতার বই- গল্পের বই। আমি গল্প লিখি- গল্প পড়ি। আমার স্বপ্নজুড়ে কবিতা। কবিতার চেয়ে গভীর কোনো স্বপ্ন নেই আমার।

বাহিরে মায়ের ডাক শুনতে পাচ্ছি। আমাকে এখনই যেতে হবে একটা চাকরির ইন্টারভিউ প‌্যাইস করতে। আমার এসব ভাল লাগে না। যার এসব ভাল লাগে না- তার চাকরি হবে ক্যামনে! আমি শঙ্কিত! এ জন্যই রাস্তায় বেরুলে আমি আকাশ দেখি না। আমার সাদা ঘোড়াটা শুধু তড়পায়!



১৪/০৯/২০১৩

সিলেট।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। +++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১

আনজির বলেছেন: ধন্যবাদ.... হাসান ভাই।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

রাতুল_শাহ বলেছেন: সুন্দর :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

আনজির বলেছেন: অনেক ধন্যবাদ.... ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.