নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

নার্সমঙ্গল

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

(১)

কিছু কিছু সময় মানুষ কী করেছিল মনে থাকে না

কিছু কিছু সময় মানুষ কী করে নিজেই জানে না

মৎসরূপে রাজহংসীর ঠোঁটে খুঁজে শুধু মরণ।

রাজহংসী- সাদা রাজহংসী;

জমাট বাঁধা কোনো দুপুরে যদি তীক্ষ্ণ নখের চিল

নেমে আসে দ্রুত আমার জলরাশির দেহে

তোমার বুকের জলে রাখবে না আমায় যতনে?

এই রাশি রাশি ফেনা ফেনা ঘোলাটে জলে শুধু

তোমার বুকের তলেই সমস্ত স্বচ্ছ জল দেখতে পাই।



(২)

যখন সূর্য ডুবে যাবে জলের গভীরে

থাকবে না কোনো চিল;

রোদের সাথে সম্পর্ক রাখে এমন তীক্ষ্ণতা

যখন শ্বাসকষ্টে ছটফট করবে রাজহংসী,

রাজহংসী;

তখন তোমার বুকঢাকনা খুলে দিও।



(৩)

নদীর মোহনায় ঘোলাটে জল- ঘোলাটে ফেনা

মাঝখানে ধীর লয়ে সাঁতার কাটো রাজহংসী।

আমি ফেনার ফাঁকে ছুটে চলা আচঞ্চল মাছ।

সাদা রাজহংসী- রাজহংসী;

তোমার ঠোঁটে আমায় আমূল বিদ্ধ করো।

তোমার মাথায় সাদা টুপির মৃদু ওটানামা

আমার মাথায় ভাল থাকার আহত ব্যাথা;

তোমার গোলাপী ঠোঁটে এই অধম

সমর্পিত ছোটমাছের হবে না ঠাঁই?



২৫/০৯/২০১৩

সিলেট।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

আনজির বলেছেন: শুভেচ্ছা রইল........

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

আনজির বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.