নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

আমি লাইনে দাঁড়িয়ে লাইন শেষ হওয়ার অপেক্ষায় থাকি..

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০১

দিনদিন অনুভূতি কেমন তিতা হয়ে যাচ্ছে। হ্যাঁ... তিতাও একটা স্বাদ! তবে স্বস্থিদায়ক নয়। এখন আমাদের জীবন আদিম যুগের মতো হাতিয়ার নির্ভর- গোষ্ঠি-দল নির্ভর। আমরা আদিম হয়ে যাচ্ছি- কর্মে! এটা বল্লেও ভুল হবে, কারণ আদিম জনগোষ্ঠিকে অসম্মান করা হবে। আমাদের সামনে যেখানে উন্নতধাপের জীবন যাপন করা যেত সেখানে আমরা হিংস্র হয়ে যাচ্ছি। এই বাংলাদেশে রাজনীতি মানেই হিংস্রতা! আর ছাত্ররাজনীতি তো হিংস্রতার আরেক নাম। রাজনীতি করলে সব জায়েয... এমনকি ঘুষখোর যে কর্মচারি ঘুষছাড়া আপন চাচার কাজ করে না; সে ও পাতি নেতাদের দেখে স্যার স্যার বলে কাজ করে দেয়। রাজনীতি করেন- আপনি নিজের প্রতিষ্ঠানের শিক্ষক কে ও চড় দিয়ে আসতে পারবেন। আপনাকে কেউ কিচ্ছু বলবে না। একাই শত মানুষের সামনে কিরিচ দেখিয়ে বিগত আমলের দাপুটে ভাই কে দাবড়ানি দিতে পারবেন। এত এত সুবিধা পেলে একজন মানুষ- প্রথম বর্ষের ছাত্র সহজেই রাজনীতিতে আকৃষ্ট হবে। তাকে দোষ দেওয়া যায় না্। আমরা কি তা দিতে পারি!



আমাদের সমাজ হিংসায় ভরপুর- অসহনশীল। আমরা কথায় কথায় চটাং চটাং করি। আমাদের সমাজের বেশির ভাগ মানুষ আজ তেলেটাকি মাছের মতো। আমি এসব সহ্য করতে পারছি না। এই তিতার মাঝে মিঠা খুঁজে পাচ্ছি না। অনেকেই তা পারেন। কিন্তু আমার মত যারা তারা আজ কোথায় যাবেন? আমি কোথায় যাব? আমি যখন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাসপাতালে একটা এক্সরে করার টাকা জমা করি.. তখন অনেকেই লাইনে না দাঁড়িয়ে দাপটের সাথে টাকা জমা দিয়ে চলে যান। অনেকে আবার বাম হাতে এক্সট্রা টাকা দিয়ে ডান হাতে কাজটা করে ফেলেন। আমি এসবের কিছুই করতে পারি না... আমার কোনো দল নেই.... আমার এক্সট্রা টাকা নেই- দিতে পারি না। তাই আমার অনুভূতি তিতা... আমি লাইনে দাঁড়িয়ে লাইন শেষ হওয়ার অপেক্ষায় থাকি..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

হাসান মাহবুব বলেছেন: তিতার মধ্যে ভালো এক করল্লা আর কোন কিছুই না। জীবন মানেই এখন তিক্ততা।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩

আনজির বলেছেন: আমি করল্লাও ভালা পাই না ভাই.... অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.