নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

ঝরে পড়ছে ফুল

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

কার্তিকের শিশির ভেজা ঘাসের উপর ছোট ছোট চিংড়ির মতো ঘুমিয়ে আছে এ কোন বনফুল? ঘাসের পাতায় জড়িয়ে আছে পাপড়িগুলো। প্রতি কার্তিকেই থালা থালা সাদা চিংড়ি ধরা পড়ে। যে রাতে বৃষ্টি হয়- চিংড়িরা সমবেত সংগীতে শুঁড় নাড়িয়ে গাঙের উজানে ধায়। ছুটে চলে চন্দ্রাহতের মতো। আজ রাতে বৃষ্টি হয়েছে। তবুও সাদাফুল ঘাসে ঘুমিয়ে কেনো! আমি পথের উপর ঘাসের পাশে দাঁড়িয়ে আছি। ঘাসের বিছানায় ফুলগুলোকে করুণ মনে হয়। আমি পা বাড়াতে পারছি না। সামনে আমি নিজেকেই দেখতে পাচ্ছি। মৃদু জোছনার হালকা বাতাসে ঝরে পড়ছি। জুনিফারের মতো গাছের নিচে থমকে আছি আমি।

পা বাড়ালেই মনে বেজে উঠছে:

মাড়াসনে তুই

নিজের ছায়া

অসীম ফড়িং

মিথ্যে মায়া।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

আনজির বলেছেন: শুভেচ্ছা জানবেন।

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

আনজির বলেছেন: ধন্যবাদ.... ভাই। আমার মন্তব্যহীন পোস্টে নিয়মিত মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। আমি অনিয়মিত ব্লগার। অনেকের লেখা পড়তে পারি না। আপনার পোস্টে গেছিলাম। বড় পোস্ট দেখে চলে আসলাম। আর না পড়ে মন্তব্যও করতে পারি না। আমার এ অপরাধ ক্ষমা করবেন। সময় পেলে পোস্টগুলো পড়বো।

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.