নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

নাগরিক মন

২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৩

দিনের কোন এক প্রহরে

বৃক্ষও ঘুমিয়ে পড়ে।

জন্মের কিছুদিন পর বৃক্ষ-

পূর্ণ বৃক্ষের পাতা; সাপশাবক

থাকে সরল; উজ্বল-প্রখর।

ক্রমে ক্রমে বৃক্ষ শ্রী হীন হয়-

অন্যরা ভয়ংকর।

তারাই জন্মদেয় আবার;

জন্মদেয় সহজ-সরল।



জল-কাদা রেখে ইট-কংক্রিটের স্তম্ভ

আজ বসে থাকে বক।

হাতের তালুতে তুলে আনি-

সাজিয়ে রাখি আমাদের নাগরিক মন।

পাইথন কবে ভীরু, নিষ্পাপ- নির্ভেজাল

খরগোশের হৃদকম্পন মেপেছিল!

যারা খুটে খায়;

তারা চিরদিনই মরে অন্যের থাবায়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭

হাসান মাহবুব বলেছেন: দারুণ।

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯

আনজির বলেছেন: অনেক ভালবাসা নিবেন,,,,,,,

২| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩০

ভারসাম্য বলেছেন: খুবই সুন্দর কিন্তু নগরে তো 'বক' দেখি না। কাক আছে কিন্তু সে আবার জল-কাঁদায় থাকেনা। কবিতার সৌন্দর্য্যের জন্য 'কাক' তেমন একটা উপযোগীও না। 'দাঁড়কাক' শুনতে অবশ্য ভালই লাগে।

অনেক আঁতলামি করলাম। কবিতা খুবই ভাল লেগেছে। খুব।

+++++++++++

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৪

আনজির বলেছেন: আমি বলতে চেয়েছি.... শুধু নগরে থাকলেই আমরা নাগরিক না। এখন আমরা যেখানেই থাকি না কেন... আমাদের আচরণে ব্যস্ততা- রোবটিক ভাব চলে এসেছে। এ গুলাই বলতে চেয়েছি। কোন আতলামি নয়.... আপনার মন্তব্য অনেক ভাল লাগলো।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

বোকামন বলেছেন:
জল-কাঁদা রেখে ইট-কংক্রিটের স্তম্ভে
আজ বসে থাকে বক।
হাতের তালুতে তুলে আনি-
সাজিয়ে রাখি আমাদের নাগরিক মন।


সহজ-সরল সুন্দর কবিতা ...।

শুভকামনা, কবি

+

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৫

আনজির বলেছেন: আপনার প্রতিও শুভকামনা রইল। অনেক ধন্যবাদ। + এর জন্য শিউলী ফুল।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পাইথন কবে ভীরু, নিষ্পাপ- নির্ভেজাল
খরগোশের হৃদকম্পন মেপেছিল!


চমৎকার লিখেছেন...।

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৬

আনজির বলেছেন: আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.