নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

আমরা বাদী নই- বিচারক

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

আজ আমার একটা লেখার কথা খুব মনে পড়ছে.. ০৭/০১/২০০৮-এ এই লেখাটি লিখেছিলাম... বাংলাদেশের তাবৎ বুদ্ধিজীবী-গনের জ্ঞাতার্থে.... আজ বসে বসে ভাবি.... আমার বক্তব্যটা সত্য হয়েছে তবে.... অনেক নদীর জল গড়িয়ে গেল..... আমি শুয়ে শুয়ে ভাবি ঘুম কেন আসে না.....



তোমরা সময় দিতে পারবে;- আমরা পরবোনা

তোমরা সহ্য করেছ- আমরা করবোনা

তোমরা এদের অত্যাচার দেখেছ- আমরা শুনেছি;

শুনেছি- আমার জন্মের সতেরো বছর আগে

চাচার রক্ত দিয়ে গোছল কবেছিল পিশাচরা।

রহিমা খালাকে তাঁর ঘর থেকে ধরে নিয়ে গিয়েছিল,

পরে তাঁর ক্ষত-বিক্ষত দেহ পাওয়া যায় পাট ক্ষেতে।

শুনেছি; এমন লক্ষ লক্ষ খালা- চাচার

রক্ত নিয়ে হোলি খেলেছিল বেজন্মারা।

এরা নাকি স্বাধীনতার বিরোধীতা করেছিল-

পাকদের দালাল ছিল।

এদের নাম নাকি রাজাকার, আলবদর; আলশামস।

আমাদের তোমরা এদেরকে চিনিয়ে দিয়েছ।

ছয়ত্রিশ বছরেও তোমরা যা পরোনি-

আজ আমরা তাই করবো।

আমরা বিচার চাইবোনা- বিচার করব

এই বাংলাদেশেই করব-

লাল-সবুজের ঝাণ্ডা উড়িয়েই করব।



আমরা আজ আর বাদী নই- বিচারক।



অনিরুদ্ধ আনজির

০৭/০১/২০০৮

সিলেট।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.