নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

আত্মবাণী

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:২০

এক দমকায় খসিয়ে দিস্ আমার বোঁটা!

কিভাবে তুই বাতাস হ'লি?

বাতাস কি আর মনে রাখে সকল পাতা?

ঝরার কালে তোরে দেখি- আমি এমন পাতা|

প্রথম আমি পিঠ দেখিলাম- ঝরার কালে;

আমার প্রথম রূপ দেখিলাম- তোর কপালে|

প্রথম আমি শেষ দেখিলাম|



তুই কিভাবে বাতাস হ'লি?

ছন-ইকরের তীক্ষ্ণ ফলা তোর চিবুকে কে বুলালো?

তোর কপালের উল্টো পিঠে রুপালী রং কে লাগালো?

আমায় আমার রিয়্যাল বিম্ব; কোন দরদী- কে দেখালো?

স্বচ্ছ পুকুর ঢাকা আছে খুদপানাতে;

তুই যেভাবেই বাতাস হ'লি- ধূলির চাওয়া।

আমি আমার মন দেখিলাম-চরম পাওয়া!



আমি এখন বৃষ্টি গায়ে তুমুল দুখি বেদের ঝুপড়ি-

জল বরাবর সাপের খেলা;

আমি এখন তোর ছোঁয়াতে ঘোর একেলা।



তুই তাহলে বাতাস হ'লি!



"আমন ধানের পাতা দিয়ে উড়বে যখন;

আমার টানে জলের উপর আটকে র'বে সকল পলক

দেখবে তখন;

কোঁচের নিচে প্রাণ হারানো প্রবল তেজের টাকির ঝলক।"

ধানফড়িংয়ের কোমল ডানায় নাজেল হলো এক আত্মবাণী।

তুই তখনও বাতাস র'বি?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:১৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৯ শে মে, ২০১৪ রাত ১:০০

আনজির বলেছেন: ধন্যবাদ.... হাসান ভাই।

২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:৩৬

মামুন রশিদ বলেছেন: ছন-ইকরের তীক্ষ্ণ ফলা তোর চিবুকে কে বুলালো?


ইকর শব্দটা অনেক দিন পর শুনলাম । ঘরের বেড়া দেয়া শুকনো ইকর গাছ দিয়ে । কাশফুলের মত ফুল হয় ।

ভালো লেগেছে কবিতা ।

১৯ শে মে, ২০১৪ রাত ১:০১

আনজির বলেছেন: আপনি ঠিক ধরেছেন.... এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.