নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

দ্যা রিয়্যাল সিন

২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩২

বাথরুমে এক-দুইটা মাকড়সা, টিকটিকি থাকা-

টিপটিপ পানি পড়া মন্দ না।

যারা জগৎসংসারে 'পরিস্কার' মন্ত্রে বিশ্বাসী-

নিকুচি করি তাদের;

একটু পার্শ্বদৃশ্য থাকুক- থাকুক না একটু আবছায়া।

ও আলোকদম্ভী; কমোডে বসে ভেজা ফ্লোরে দেখেছ নিজের ছায়া?

চারপেয়ে কুনোব্যাঙ বসে আছে; এ এক অপূর্ব দৃশ্য!



সিলেট

২৯.০৫.২০১৪

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:
নিকষ বাস্তবতা সেলুলয়েডের অপূর্ব দৃশ্যকে কখনো হার মানায় ৷

৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:০১

আনজির বলেছেন: ঠিকই বলেছেন.... ধন্যবাদ।

২| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:২১

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।

৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:০১

আনজির বলেছেন: ধন্যবাদ ভাই.... ভালো থাকুন সবসময়।

৩| ৩০ শে মে, ২০১৪ ভোর ৪:৩১

নিয়েল হিমু বলেছেন: একটু বড় ছাইজের কুনোব্যাঙ না ? মাঝে মাঝে ঘেঙর ঘেঙ শব্দ নিচ থেকে প্রতিধ্বনি হয়ে আসে তাই না ?
হাহাহা কল্পনা করে মজা পেলাম ।

৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:০২

আনজির বলেছেন: হা হা .... আপনার মন্তব্যে আমিও মজা পেলাম।

৪| ৩০ শে মে, ২০১৪ দুপুর ২:৪০

জমিদার মহোদয় বলেছেন: তৃপ্ত এক অনুভূতি.....

৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:১২

আনজির বলেছেন: ধন্যবাদ..... জমিদার মহোদয়

৫| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৪৯

আহসানের ব্লগ বলেছেন: ভালতো :)

৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:১৩

আনজির বলেছেন: সত্যিই ভালো.....

৬| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:১৭

হাফিজ হিমালয় বলেছেন: একেবারে নিজস্ব কুনোব্যাং

৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:২০

আনজির বলেছেন: হা হা..... ঠিক তাই.... নিজস্ব বল্লে একটা দম্ভ আসে.....

৭| ৩১ শে মে, ২০১৪ রাত ৮:০২

ভুলনা আমায় বলেছেন: মনে হয় আরো বাকী আছে লেখা ।

০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

আনজির বলেছেন: না.... এখানেই শেষ .... ভুলনা আমায়

৮| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:৫৬

আহসানের ব্লগ বলেছেন: ;)

৯| ০২ রা জুন, ২০১৪ রাত ৯:৫৬

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: কমোডের পানিতে কুনো ব্যাঙ এর ঝাপাঝাপি.. . .

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৭

আনজির বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য....

১০| ০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:১২

ব্লগারতারেক বলেছেন: হা হাহা ভালো বলছেন

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৮

আনজির বলেছেন: শুভেচ্ছা জানবেন.....

১১| ০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:৫৪

বটের ফল বলেছেন: নিয়েল হিমু বলেছেন: একটু বড় ছাইজের কুনোব্যাঙ না ? মাঝে মাঝে ঘেঙর ঘেঙ শব্দ নিচ থেকে প্রতিধ্বনি হয়ে আসে তাই না ?
হাহাহা কল্পনা করে মজা পেলাম ।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩

আনজির বলেছেন: আপনাকে ধন্যবাদ.... বটের ফল

১২| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

সোজা কথা বলেছেন: তাইতো! লুকায়িত এই ব্যাঙকে চেনানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪

আনজির বলেছেন: আপনার প্রতি শুভেচ্ছা রইল....

১৩| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:৩০

অরণ্যের কাকতাড়ুয়া বলেছেন: অন্যরকম পর্যবেক্ষন :-P

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৯

আনজির বলেছেন: ধন্যবাদ.... অরণ্যের কাকতাড়ুয়া

১৪| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:৩১

অরণ্যের কাকতাড়ুয়া বলেছেন: অন্যরকম পর্যবেক্ষন :-P

১৫| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:৩২

অরণ্যের কাকতাড়ুয়া বলেছেন: অন্যরকম পর্যবেক্ষন :-P

১৬| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:১৪

মোবারক সরকার বলেছেন: Very Good. Valo laglo

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫০

আনজির বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে খুশি হলাম......

১৭| ০৫ ই জুন, ২০১৪ রাত ৮:০৯

পিন্টু রহমান (গল্পকার) বলেছেন: বিস্তর ভাবনার খোরাক!!!

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫১

আনজির বলেছেন: কবিতায় আপনার মন্তব্যে আমি আনন্দিত.... গল্পকার

১৮| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৩

সুদীপ্ত সরদার বলেছেন: Ow

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫২

আনজির বলেছেন: থ্যান্কস্

১৯| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৮:৪২

অদিতি মৃণ্ময়ী বলেছেন: :v

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭

আনজির বলেছেন: ধন্যবাদ......

২০| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৮:৪২

অদিতি মৃণ্ময়ী বলেছেন: :v

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.