নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু-উপাখ্যান

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯

আমি অপেক্ষায় আছি;

গরম বসন্ত শেষে বড়ই পাতা কখন ঝরে!

আমার সফলতা বলতে শুধু

অব্যর্থ মৃত্যুর কামনা।

জানালার হাতলের মরিচার মতো;

মৃত্যু যদি ক্ষয় হয়ে যেতো;

আমি ব্যালকনিতে কখনো যেতাম না-

টবের ঘৃতকুমারী নিঃসঙ্গ ঘুমাতো।

আমার মৃত্যুর প্রাইভেসি পাবলিক করে দিলে,

কয়টা লাইক পড়তো বলতো?

এমন কোঁকড়ে গেলাম কেন রাই-

এ আমার বোবা অভিমান?

পাঁজরগুলো মনে হয় অ্যালমোনিয়ামের ক্যান-

ব্যবহারের পর কে যেন ফেলে রেখেছে!

আমি কাঁদলে আলিফের মত নীরব মিনার পর্যন্ত ডুবে যেত;

চঞ্চলডানার পাখি সব পালক হারিয়ে জলে ঝাপটাত।

তাই ক্রমাগত আমিই ডুবে যাচ্ছি....

এ শরীর আহত আজ;

এ দেহ আজ ধুলো-বালি-ছাই!

তুবুও রক্ত ঝরে না- তবুও খুঁজে না আশ্রয়।

সংশয় নেই কোনো- শরীর পতিত।

শরীর তবুও আমার।

মৃত্যুতে ভয় নেই;

কিন্তু ঘাসের জীবন করো না আমায় দান।

আমাকে মাড়ানোর আগে এক ফোঁটা মৃত্যু ঢেলে দিও-

তারপরে সাজিও উপাখ্যান।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:৪৯

আনজির বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই.......

২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:৫৩

চড়ুই বলেছেন: ভালো লাগলো এবং সাথে ভয় লাগলো। সত্যি সুন্দর।

০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৩৬

আনজির বলেছেন: ভয় লাগবে কেন চড়ূই..... ভালো লেগেছে জেনে ... আমারও ভাল লেগেছে.... ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.