নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

অনেক রাতের পরে

১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৫



অনেক রাতের পরে একদিন উড়ে এলো ঘোড়াপাখি।

কোথা থেকে এলো?

যে ঘোড়াপাখি উড়ে এলো; তার গায়ে লেগে আছে

সুমিষ্ট বেহালা আর সুরবহুল বুলেট-

একটি বেগুণী প্রজাপতি আর সরল সওয়ারী

নিয়ে এসেছে কক্ষচ্যুত মহামায়া শনির বলয় থেকে।

আপাতত চোখ ফেলতে পারি শনির ওপারেই-

ঘোড়াপাখির বাড়ি; বেহালা-বুলেট।

রাতের অনেক পরে জ্বালানো হয়েছে আগুন ভেজা পাতায়

রাতের পর রাত হরিৎবিড়াল ধরে রেখেছে সাপ থাবায়।

হাতের মুঠিতে যে প্রজাপতি পোষেছিল মহাকাল

বয়ে নিয়ে এসেছে ঘোড়াপাখি তার কঙ্কাল।

রাতের অনেক পরে- অনেক রাতের পর

পৃথিবীর কক্ষপথে ভেসে ওঠে পৃথিবীর অবয়ব।

অনেক রাতের পরে কোন দিন নীল হবে কী পৃথিবীর ঠোঁট?



২৫/১১/২০১৩

ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩০

এম. এ. হায়দার বলেছেন: রাতের অনেক পরে- অনেক রাতের পর
পৃথিবীর কক্ষপথে ভেসে ওঠে পৃথিবীর অবয়ব।
অনেক রাতের পরে কোন দিন নীল হবে কী পৃথিবীর ঠোঁট?[/si


সুন্দর

+++

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:০১

আনজির বলেছেন: অনেক ধন্যবাদ..... রইল....

২| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৩

হাসান মাহবুব বলেছেন: শব্দচয়নে সতন্ত্রতা লক্ষ্যনীয়।

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:০২

আনজির বলেছেন: আপনার মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.