নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

এক জড়দেহের জন্য

০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪০

বেলচা-কোদাল গীত
( এক জড়দেহের জন্য )

এক স্প্রিং সিজনে...
উড়ে আসা তুষারঝড়ে একটা ডিম চাপা পড়েছিল।
মূলত এ ডিমের জন্যই হয়েছিল এত তুষারপাত-
আর একরাত উইন্টার।

সারি সারি গাড়ি গুলো মড়া মাছের মতো
থমকে আছে সারারাত।
এতো হ্যাপা; এতো পেরেশানি-
এতো মূল্য দিতে হয় রাস্তা খোলায়!
অয়াট এ সেন্স!
ডিমটা পকেটে রাখলেই হতো...

আমারও তো একটা ডিম ছিল।

০২/০৩/২০১৫
সিলেট।


***

চাষা

প্রিয় কারো সঙ্গে ঘুমাই না
প্রিয় কিছুর সাথে নেই সংলাপ...
নখ গুলো বড় হচ্ছে আজ।
নিজেকে নিজেই খামচাই
আহা! ক্ষত... ।
বুক, পিঠ; চোখ আর মুখ প্রিয় আমার-
নখের সাথেই সব বৈরীতা
তবু;
নখেরেই করছি লালন।
প্রতিনিয়ত খুঁড়ে চলেছি চোখ...
কোঁড়লে রোপিত কৃমিবীজ।
নখ সমান্তরালে বেড়ে চলেছে আন্ধাকোঁড়ল-
গভীরতা।

একদিন আমি হবো কালাসূরুয
প্রদক্ষিন করবে আমায় কৃমিবলয়
আপাতত চাষবাস।


০৩/০৩/২০১৫
সিলেট।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:০৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৪

আনজির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.