নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

কোটা সংস্কার আন্দোলন-"রাজা আসে রাজা যায়"

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৭

##কোটা সংস্কার আন্দোলনের বর্তমান প্রেক্ষাপটে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় এঁর লেখা 'রাজা আসে রাজা যায়' কবিতার কথা মনে হলো।
কবিতাটি হলো:
রাজা আসে রাজা যায়

রাজা আসে যায় রাজা বদলায়
নীল জামা গায় লাল জামা গায়
এই রাজা আসে ওই রাজা যায়
জামা কাপড়ের রং বদলায়….
. দিন বদলায় না!
গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সে-ই যে ন্যাংটো ছেলেটা
কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে |
পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো জ্বলবে!

রাজা আসে যায় আসে আর যায়
শুধু পোষাকের রং বদলায়
শুধু মুখোশের ঢং বদলায়
. পাগলা মেহের আলি
. দুই হাতে দিয়ে তালি
এই রাস্তায়, ওই রাস্তায়
. এই নাচে ওই গান গায় :
“সব ঝুট হায়! সব ঝুট হায়! সব ঝুট হায়! সব ঝুট হায়!”

জননী জন্মভূমি!
সব দেখে সব শুনেও অন্ধ তুমি!
সব জেনে সব বুঝেও বধির তুমি!
. তোমার ন্যাংটো ছেলেটা
. কবে যে হয়েছে মেহের আলি,
. কুকুরের ভাত কেড়ে খায়
. দেয় কুকুরকে হাততালি…
. তুমি বদলাও না ;
. সে-ও বদলায় না!


##এই বিশ্বকাপের ঢামাঢোলে আমরা তো ভুলে গেলাম একটা সংস্কার আন্দোলনের কথা। আমরা বাংলাদেশীরা এরকমই- তাই না?
যা সামনে পাই তা নিয়েই মাতোয়ারা।
আমরা মাতাল জনগন!
আমরা ভুখা জনগন!
আমরা কুকুর জনগন-
সারক্ষণ ঝগড়া করি কুকুরের সাথে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: আমরা বাঙ্গালীরা এই রকমই।

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৭

আনজির বলেছেন: বাঙ্গালীরা না-
বাংলাদেশীরা।

২| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৮

কানিজ রিনা বলেছেন: আজ কতটা দিন শিক্ষকরা রাস্তায় আন্দলন
করছে, ঈদের দিনেও ওরা রাস্তায় ছিল কতটা
অসহায় হলে এমন করে রাস্তায় পড়ে থাকে
দেশের শিক্ষার কারীগর আশা বুক বাঁধে
আজ নাহয় কাল সরকার তাদের পানে
তাকাবে কিন্তু ভ্রক্ষেপ নাই সরকারের মানবতা
অন্ধ হয়ে গেছে। শুধু আশ্বাস দিয়ে দিয়ে
কথা রাখেনাই শিক্ষামন্ত্রী। কোটা আন্দলন
একই ভাবে সরকার কথা রাখবে বলে মনে
হয়না। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.